নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে শনিবার বিকেলে গণপিটুনি দিয়ে চার ব্যক্তিকে যৌথ বাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে একটি শটগান জব্দ করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আহত চারজনের মধ্যে মো. আবদুস সহিদ নামের একজন চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।
অপর আহতরা হচ্ছেন পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮) ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা বলে অভিযোগ ছিল। খবরটি ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে এলাকাবাসী একত্রিত হয়ে পূর্ব চরমটুয়ায় মো. আবদুস সহিদের বাড়িতে চড়াও হয়। এ সময় সহিদ এবং তার তিন সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদের আটক করা হয়। গুরুতর আহত থাকায় চারজনকেই ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সহিদের মৃত্যু হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, স্থানীয়রা চারজনকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে শনিবার বিকেলে গণপিটুনি দিয়ে চার ব্যক্তিকে যৌথ বাহিনীর হাতে তুলে দেন স্থানীয়রা। এ সময় তাঁদের কাছ থেকে একটি শটগান জব্দ করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আহত চারজনের মধ্যে মো. আবদুস সহিদ নামের একজন চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যান।
অপর আহতরা হচ্ছেন পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮) ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে এবং তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা বলে অভিযোগ ছিল। খবরটি ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে এলাকাবাসী একত্রিত হয়ে পূর্ব চরমটুয়ায় মো. আবদুস সহিদের বাড়িতে চড়াও হয়। এ সময় সহিদ এবং তার তিন সহযোগীকে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয় উত্তেজিত জনতা।
খবর পেয়ে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদের আটক করা হয়। গুরুতর আহত থাকায় চারজনকেই ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাতে সহিদের মৃত্যু হয়েছে।
সুধারাম মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি বলেন, স্থানীয়রা চারজনকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
১০ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৪১ মিনিট আগে