Ajker Patrika

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল মসলাসহ তিনজন আটক  

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৫: ৪০
ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল মসলাসহ তিনজন আটক  

ফেনীতে ১৩ হাজার ১৫ কেজি ভেজাল হলুদ, মরিচের গুঁড়া, খুদসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। তাঁরা হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে তৈরি করতেন ভেজাল মসলা। গতকাল শনিবার রাতে শহরের তাকিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। উদ্ধার হওয়া ভেজাল হলুদ ও মরিচের গুঁড়ার আনুমানিক মূল্য ৩ লাখ ২৮ হাজার ৭৫০ টাকা। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাবুল মিয়ার মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এ সময় মো. জামাল (২৭), মোছা. নাজমা বেগম (৩০) ও মোছা. নুরজাহানকে (৫০) আটক কো হয়। পরে তাঁদের জিজ্ঞাসাবাদ করে মসলার মিলঘরের ভেতর থেকে ৪২টি প্লাস্টিকের বস্তায় ভেজাল রং মিশ্রিত হলুদ, মরিচের গুঁড়া ও খুদ উদ্ধার করা হয়। 

তাঁরা দীর্ঘদিন ধরে হলুদ ও মরিচের গুঁড়ার সঙ্গে খুদ, রং ও বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল মসলা তৈরি এবং এসব ভেজাল মসলা ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রি করে আসছেন। 

র‍্যাব-৭-এর উপপরিচালক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, আটককৃতদের ও উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত