সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

বিস্ফোরণের ঘটনার পর থেকে লাপাত্তা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় পণ্য মজুতের প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। রোববার দুপুরে কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন গিয়ে ডিপো কর্তৃপক্ষকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, ‘কাজের সুবিধার্থে ডিপোর কোথায় রপ্তানি পণ্য, কোথায় কেমিক্যাল পণ্য তা ফায়ার কর্মীদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ডিপোর লোকজন থাকার দরকার ছিল। অথচ এখানে এসে আমি কাউকে পেলাম না, ডিপোর লোকজন কোথায়?’
এম শাহজাহান বলেন, ‘এত বড় একটা ঘটনা। অথচ ভেতরে ডিপোর লোকজন কেউ নেই। এটা খুবই দুঃখজনক। তাঁরা এখানে উপস্থিত থেকে ফায়ারের লোকজনকে গাইড করতে পারত। আমি মালিকপক্ষকে আহ্বান করব আপনারা এসে সহযোগিতা করেন।’
বন্দর চেয়ারম্যান বলেন, ‘এই ডিপোতে সব রপ্তানি পণ্য রয়েছে। আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কেমিক্যাল রপ্তানি হয়। এখানে ডিপোর মুখে ২৬টি কেমিক্যালভর্তি কনটেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। ডিপোর ভেতরে ট্রেইলারগুলা সারিবদ্ধভাবে এখনো আছে। সেগুলো আগে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে এ মুহূর্তে ডিপোর পরিচালনার দায়িত্বে যাঁরা আছেন তাঁদের বেশি প্রয়োজন। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ-সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রসঙ্গত গতকাল শনিবার রাতে এই কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার ঘণ্টাখানেক পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক। এখনো নিয়ন্ত্রণে আসেনি ডিপোর আগুন।
এ-সম্পর্কিত সর্বশেষ:

বিস্ফোরণের ঘটনার পর থেকে লাপাত্তা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল গেট এলাকায় পণ্য মজুতের প্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ। রোববার দুপুরে কনটেইনার ডিপোর বিস্ফোরণস্থল পরিদর্শন গিয়ে ডিপো কর্তৃপক্ষকে দেখতে না পেয়ে ক্ষিপ্ত হন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান।
পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, ‘কাজের সুবিধার্থে ডিপোর কোথায় রপ্তানি পণ্য, কোথায় কেমিক্যাল পণ্য তা ফায়ার কর্মীদের দেখিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ডিপোর লোকজন থাকার দরকার ছিল। অথচ এখানে এসে আমি কাউকে পেলাম না, ডিপোর লোকজন কোথায়?’
এম শাহজাহান বলেন, ‘এত বড় একটা ঘটনা। অথচ ভেতরে ডিপোর লোকজন কেউ নেই। এটা খুবই দুঃখজনক। তাঁরা এখানে উপস্থিত থেকে ফায়ারের লোকজনকে গাইড করতে পারত। আমি মালিকপক্ষকে আহ্বান করব আপনারা এসে সহযোগিতা করেন।’
বন্দর চেয়ারম্যান বলেন, ‘এই ডিপোতে সব রপ্তানি পণ্য রয়েছে। আমাদের দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে কেমিক্যাল রপ্তানি হয়। এখানে ডিপোর মুখে ২৬টি কেমিক্যালভর্তি কনটেইনার ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে জানতে পেরেছি। ডিপোর ভেতরে ট্রেইলারগুলা সারিবদ্ধভাবে এখনো আছে। সেগুলো আগে সরানোর ব্যবস্থা করতে হবে। তবে এ মুহূর্তে ডিপোর পরিচালনার দায়িত্বে যাঁরা আছেন তাঁদের বেশি প্রয়োজন। আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ-সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
প্রসঙ্গত গতকাল শনিবার রাতে এই কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন লাগার ঘণ্টাখানেক পর বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিহত হয়েছে। আহত হয়েছে চার শতাধিক। এখনো নিয়ন্ত্রণে আসেনি ডিপোর আগুন।
এ-সম্পর্কিত সর্বশেষ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
১৫ জানুয়ারি ২০২৬ তারিখে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।
৩৪ মিনিট আগে