Ajker Patrika

কক্সবাজারে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৪ মার্চ ২০২২, ২০: ০৬
কক্সবাজারে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকা থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ২.৩০ এর দিকে সিকদার রিসোর্ট নামের একটি কটেজের কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে টুরিস্ট পুলিশ। 

নিহত পর্যটক মোহাম্মদ ফয়সাল (২১) কুমিল্লার দেবীদ্বার এলাকার বিজিবির সাবেক সুবেদার আলী আকবরের ছেলে বলে জানা গেছে। তিনি বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরে বাস করতেন। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২.৩০ এর দিকে সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর সিকদার রিসোর্টে ওঠেন ফয়সাল। বৃহস্পতিবার সকালেও তাঁকে নাশতা করতে দেখেছে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে তাঁর কোনো সাড়াশব্দ না পেয়ে কটেজ থেকে পুলিশে খবর দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফয়সালের মরদেহ ঝুলছে। 

রুহুল আমিন আরও জানান, যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, পারিবারিক একটা বিষয়ে ঝগড়া করে তিনি বাড়ি থেকে চলে আসেন। ওই বিষয়ে তাঁর মাকে মোবাইল ফোনে তিনি মেসেজও পাঠিয়েছিলেন।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত