চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি পুরোনো খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
শিশু আদিবা উপজেলার পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন প্রধানীয়ার মেয়ে।
আদিবার খেলার সহপাঠী তাসফিয়ার তথ্যমতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে ইমন নামের একজন আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একই গ্রামের ইমন ও ইয়াছিন নামের দুজনকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, নিখোঁজের পর থেকে এলাকায় মাইকিং করা ছাড়া থানায় জানানো হয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গতকাল এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে পুরোনো খড়ের স্তূপের ভেতরে মরদেহের সন্ধান পায়।
খবর পেয়ে ছুটে আসে আদিবার সহপাঠী তাসফিয়া। সে আদিবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। কান্নাজড়িত কণ্ঠে তাসফিয়া বলে, ‘আমি আদিবার সঙ্গে যেতে চেয়েছিলাম। ইমন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আদিবার জন্য অনেকক্ষণ বসেছিলাম। ইমন আর আদিবা কেউ এল না। আদিবাকে একটি গোলাপ ফুল দেবে বলে আমার কাছ থেকে নিয়ে যায় ইমন।’
আদিবার মা শামিমা আক্তার বলেন, ‘আদিবার সঙ্গে কিসের শত্রুতা ছিল ইমনের, তা আমাদের জানা নেই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের তদন্তকাজ চলছিল। আদিবার মা শামিমা আক্তারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
চাঁদপুরের মতলব দক্ষিণে নিখোঁজের তিন দিন পর আদিবা (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার নায়েরগাঁও ইউনিয়নের পাঁচদোনা গ্রামের একটি পুরোনো খড়ের স্তূপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ২০ জানুয়ারি বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
শিশু আদিবা উপজেলার পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন প্রধানীয়ার মেয়ে।
আদিবার খেলার সহপাঠী তাসফিয়ার তথ্যমতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে ইমন নামের একজন আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা ২১ জানুয়ারি মতলব দক্ষিণ থানায় অপহরণ মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ একই গ্রামের ইমন ও ইয়াছিন নামের দুজনকে গ্রেপ্তার করে।
এলাকাবাসী জানায়, নিখোঁজের পর থেকে এলাকায় মাইকিং করা ছাড়া থানায় জানানো হয়। পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গতকাল এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে পুরোনো খড়ের স্তূপের ভেতরে মরদেহের সন্ধান পায়।
খবর পেয়ে ছুটে আসে আদিবার সহপাঠী তাসফিয়া। সে আদিবার মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। কান্নাজড়িত কণ্ঠে তাসফিয়া বলে, ‘আমি আদিবার সঙ্গে যেতে চেয়েছিলাম। ইমন আমাকে ধমক দিয়ে বসিয়ে রাখে। আদিবার জন্য অনেকক্ষণ বসেছিলাম। ইমন আর আদিবা কেউ এল না। আদিবাকে একটি গোলাপ ফুল দেবে বলে আমার কাছ থেকে নিয়ে যায় ইমন।’
আদিবার মা শামিমা আক্তার বলেন, ‘আদিবার সঙ্গে কিসের শত্রুতা ছিল ইমনের, তা আমাদের জানা নেই। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’
এ বিষয়ে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, ‘নিখোঁজের পর থেকে আমাদের তদন্তকাজ চলছিল। আদিবার মা শামিমা আক্তারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য শিশুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।’
সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে রাউজানের হালদা থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার হালদা নদীর পশ্চিম গুজরা ইউনিয়ন কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় মৃত ডলফিনটি উদ্ধার করা হয়। এ নিয়ে উপজেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, এটি ৪৫তম মৃত ডলফিন।
৫ মিনিট আগেমোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদে কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বনানী ১২ নম্বর সড়কে তাঁর ওপর হামলা হয়। এতে তিনিসহ তাঁর গাড়িচালক আহত হন। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর গাড়িও ভাঙচুর করে।
৩৪ মিনিট আগেআজ ১২ ফেব্রুয়ারি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের জন্মদিন। ফেনী নদীর পানি ভারতের উত্তোলনের বিরোধিতা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের
৩৭ মিনিট আগেনিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) আসনসংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আজ বুধবার সিকৃবির কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত হয়।
৩৯ মিনিট আগে