সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থ পীঠ চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ। এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের পবিত্র এ তীর্থ পীঠের নিরাপত্তা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর করণীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে সমতল থেকে ১ হাজার ২০০ ফুট ওপরের পাহাড় চূড়ায় অবস্থিত এই চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া, এসআই রাজীব কুমার পোদ্দার ও স্রাইনের ম্যানেজার প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি একশ্রেণির অসাধু চক্র চন্দ্রনাথ ধাম মন্দিরের পবিত্রতা নষ্ট করতে অপচেষ্টায় চালাচ্ছে। এই অসাধু চক্রের অপচেষ্টা রুখে দেওয়াসহ চন্দ্রনাথ ধাম মন্দিরের পবিত্রতা রক্ষায় করণীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সনাতন সম্প্রদায়। এর ধারাবাহিকতায় আজ বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও বলেন, পরিদর্শনকালে তাঁরা চন্দ্রনাথ ধাম মন্দিরের নিরাপত্তায় প্রবেশপথে গেট নির্মাণ, আগত পুণ্যার্থীদের নিবন্ধন অনুসরণ, পরিচয়পত্র প্রদর্শন ও সিসি ক্যামেরা স্থাপনসহ সাতটি দাবি উপস্থাপন করেছেন। তিনি মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে উত্থাপিত দাবি যৌক্তিক জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর আপত্তিকর এসব পোস্টের তথ্য অনুসন্ধানে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিট।
ওসি আরও বলেন, আজ চন্দনাথ ধাম পরিদর্শনকালে এ মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয় নেতা ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের সঙ্গে আলাপের পাশাপাশি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেছেন। সনাতন সম্প্রদায়ের উত্থাপিত দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী তীর্থ পীঠ চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ। এ সময় তিনি সনাতন সম্প্রদায়ের পবিত্র এ তীর্থ পীঠের নিরাপত্তা নিশ্চিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর করণীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে সমতল থেকে ১ হাজার ২০০ ফুট ওপরের পাহাড় চূড়ায় অবস্থিত এই চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন, স্রাইন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন দাশ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ভূঁইয়া, এসআই রাজীব কুমার পোদ্দার ও স্রাইনের ম্যানেজার প্রদীপ ভট্টাচার্য প্রমুখ।
সীতাকুণ্ড স্রাইন কমিটির সাধারণ সম্পাদক চন্দন দাশ আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি একশ্রেণির অসাধু চক্র চন্দ্রনাথ ধাম মন্দিরের পবিত্রতা নষ্ট করতে অপচেষ্টায় চালাচ্ছে। এই অসাধু চক্রের অপচেষ্টা রুখে দেওয়াসহ চন্দ্রনাথ ধাম মন্দিরের পবিত্রতা রক্ষায় করণীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে সনাতন সম্প্রদায়। এর ধারাবাহিকতায় আজ বিকেলে চন্দ্রনাথ ধাম মন্দির পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার।
তিনি আরও বলেন, পরিদর্শনকালে তাঁরা চন্দ্রনাথ ধাম মন্দিরের নিরাপত্তায় প্রবেশপথে গেট নির্মাণ, আগত পুণ্যার্থীদের নিবন্ধন অনুসরণ, পরিচয়পত্র প্রদর্শন ও সিসি ক্যামেরা স্থাপনসহ সাতটি দাবি উপস্থাপন করেছেন। তিনি মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে উত্থাপিত দাবি যৌক্তিক জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি চন্দ্রনাথ ধাম মন্দির নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর আপত্তিকর এসব পোস্টের তথ্য অনুসন্ধানে কাজ শুরু করে সাইবার ক্রাইম ইউনিট।
ওসি আরও বলেন, আজ চন্দনাথ ধাম পরিদর্শনকালে এ মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয় নেতা ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের সঙ্গে আলাপের পাশাপাশি খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখেছেন। সনাতন সম্প্রদায়ের উত্থাপিত দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বাস্তবায়নেরও আশ্বাস দিয়েছেন।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে