Ajker Patrika

চামড়ার দাম না পাওয়ায় পুঁতে ফেলা হচ্ছে মাটিতে

প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
আপডেট : ২৩ জুলাই ২০২১, ১২: ০২
চামড়ার দাম না পাওয়ায় পুঁতে ফেলা হচ্ছে মাটিতে

কোরবানির পশুর চামড়ার দামে ব্যাপক ধস নেমেছে। বিক্রি করতে না পেরে এক দিন পর অনেকে চামড়া মাটিতে পুঁতে ফেলেছে। কেউ আবার নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক মানুষ কোরবানির চামড়া বিক্রির জন্য লোক খুঁজে পাচ্ছেন না। যাঁরা বিক্রি করতে পেরেছেন তাঁরা নামমাত্র দাম পেয়েছেন। আবার অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাটিতে পুঁতে ফেলেছেন। 

উপজেলার বরইচারা গ্রামের বাসিন্দা লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, ১ লাখ টাকার গরুর চামড়ার দাম ৩০০ টাকা চাইছিলাম। ক্রেতারা ৫০ টাকা বলে চলে গেছে। আর নিতে আসেনি। পরে বিক্রি করতে না পেরে গতকাল বৃহস্পতিবার চামড়া পানিতে ফেলে দিয়েছি।’

লিয়াকত আলী আরও বলেন, ‘সরকার যে মূল্য নির্ধারণ করেছে ওই দামে বিক্রি করা গেলে আমার গরুর চামড়ার দাম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা পেতাম। কিন্তু দাম বলেছে মাত্র ৫০ টাকা।’ 

উপজেলার নুহা ডেন্টাল কেয়ারের পরিচালক মিজানুর রহমান বলেন, ‘খাসির চামড়ার দামই কেউ বলে না। তাই পানিতে ফেলে দিয়েছি।’

উপজেলার অরুয়াইল সিটি ট্রাভেলসের পরিচালক শাহ মিরান বলেন, ‘কোরবানির চামড়ার টাকা গরিবের হক। এই চামড়া যারা কম দামে কিনে নিচ্ছে, তারা গরিবের হক মেরে খাচ্ছে। আমি ৬৩ হাজার টাকা দিয়ে গরু কিনেছি। ওই গরুর চামড়ার দাম বলছে ১৫০ টাকা। তাই নিজের গরুর চামড়া নিজেই তিন গুণ বেশি দাম দিয়ে কিনে মাটিতে পুঁতে দিয়েছি।’

শাহ মিরান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের দেশে কিছু মুনাফাখোর ব্যবসায়ী কোরবানির চামড়ার দাম কমিয়ে দিয়ে তারা গরিবের হক মারছে। সরকারকে এ বিষয়ে নজর দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি।’ 

এ বিষয়ে মৌসুমি চামড়া ব্যবসায়ী কাউসার মিয়া বলেন, ‘এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে তা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ব্যবসায়ীদের কাছে বিক্রি করি। সরাইল ও ভৈরবের ব্যবসায়ীরা ১৫০ থেকে ২০০ টাকার বেশি দামে চামড়া কিনতে নিষেধ করেছেন। তাই আমরা গড়ে একটা চামড়া ১০০ থেকে ১৫০ টাকায় কিনেছি। প্রতি চামড়ায় ১০০-১৫০ টাকা খরচ আছে। লাভ থাকবে কি না, জানি না।’ 

সরাইল সদরের পুরোনো চামড়া ব্যবসায়ী ছামাদ মিয়া বলেন, ‘আমাদের ট্যানারির মালিকদের কাছে কম দামে চামড়া বিক্রি করতে হয়। তাই কম দাম দিয়ে চামড়া কিনি।’ ব্যস্ততা দেখিয়ে এ কথা বলে তিনি ফোন কেটে দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়া কেন এত কঠিন

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত