চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ফোন কলের সূত্র ধরে কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এই তথ্য জানান। তিনি বলেন, গত ১২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা চৌদ্দগ্রাম পৌর এলাকার দোয়েল চত্বর নামক স্থানে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখে। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। তাকে উদ্ধার করতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। পরে তার সহযোগীদেরও আটক করা হয়।
ওসি বলেন, ‘এ সময় গোপনে এক কিশোর আরেকজনকে বলে, এ বিষয় নিয়ে পুলিশের কাছে মুখ খোলা যাবে না। বিষয়টি অভিযান পরিচালিত সহকারী উপপরিদর্শক জহির উদ্দিন আমাকে জানালে আমি গিয়ে আটক সবাইকে থানায় নিয়ে আসি।’
শুভ রঞ্জন চাকমা আরও বলেন, কী বিষয়ে পুলিশের সামনে মুখ খোলা যাবে না তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার বিষয়ে। তাৎক্ষণিক গ্রেপ্তার কিশোরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে অটোরিকশাচালক শিমুলকে হত্যার বিষয়ে বিস্তারিত জানিয়ে জবানবন্দী দেয়।
ওসি বলেন, এর আগে ২৪ জুন মহাসড়কের হায়দারপুল নামক স্থানে একটি ডোবা থেকে কিশোর অটোরিকশাচালক শিমুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ক্লু-লেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে। অপহরণের সূত্র ধরে গ্রেপ্তার আসামিরা স্বীকার করে, তারা কিশোর অটোরিকশাচালক শিমুলকে হত্যা করেছে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা বলে, শিমুল তাদের পূর্ব পরিচিত। ভাড়ার কথা বলে গত ২২ জুন তাকে চৌদ্দগ্রাম বাজার থেকে নিয়ে যাওয়া যায়। সন্ধ্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে শিমুল বাধা দেয়। বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার হুমকি দিলে রবিন তার প্যান্টের পকেট থেকে একটি বেল্ট বের করে শিমুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।

কুমিল্লার চৌদ্দগ্রামে ফোন কলের সূত্র ধরে কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে আজ সোমবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা এই তথ্য জানান। তিনি বলেন, গত ১২ আগস্ট কিশোর গ্যাংয়ের সদস্যরা চৌদ্দগ্রাম পৌর এলাকার দোয়েল চত্বর নামক স্থানে এক কিশোরকে অপহরণ করে আটকে রাখে। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়। তাকে উদ্ধার করতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। পরে তার সহযোগীদেরও আটক করা হয়।
ওসি বলেন, ‘এ সময় গোপনে এক কিশোর আরেকজনকে বলে, এ বিষয় নিয়ে পুলিশের কাছে মুখ খোলা যাবে না। বিষয়টি অভিযান পরিচালিত সহকারী উপপরিদর্শক জহির উদ্দিন আমাকে জানালে আমি গিয়ে আটক সবাইকে থানায় নিয়ে আসি।’
শুভ রঞ্জন চাকমা আরও বলেন, কী বিষয়ে পুলিশের সামনে মুখ খোলা যাবে না তাকে জিজ্ঞেস করা হলে সে বলে, কিশোর অটোরিকশাচালক শিমুল হত্যার বিষয়ে। তাৎক্ষণিক গ্রেপ্তার কিশোরকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করলে সে পুলিশের কাছে অটোরিকশাচালক শিমুলকে হত্যার বিষয়ে বিস্তারিত জানিয়ে জবানবন্দী দেয়।
ওসি বলেন, এর আগে ২৪ জুন মহাসড়কের হায়দারপুল নামক স্থানে একটি ডোবা থেকে কিশোর অটোরিকশাচালক শিমুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ক্লু-লেস ওই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পুলিশকে অনেক বেগ পেতে হয়েছে। অপহরণের সূত্র ধরে গ্রেপ্তার আসামিরা স্বীকার করে, তারা কিশোর অটোরিকশাচালক শিমুলকে হত্যা করেছে।
কিশোর গ্যাংয়ের সদস্যরা বলে, শিমুল তাদের পূর্ব পরিচিত। ভাড়ার কথা বলে গত ২২ জুন তাকে চৌদ্দগ্রাম বাজার থেকে নিয়ে যাওয়া যায়। সন্ধ্যার পর তার অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করা হলে শিমুল বাধা দেয়। বিষয়টি জনসম্মুখে প্রকাশ করার হুমকি দিলে রবিন তার প্যান্টের পকেট থেকে একটি বেল্ট বের করে শিমুলের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৫ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
১ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২ ঘণ্টা আগে