Ajker Patrika

কুমিল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গৃহবধূ হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লা নাঙ্গলকোটে গৃহবধূ ঝর্ণা আক্তার হত্যার দায়ে স্বামী আব্দুর রবের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় দেন।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

নিহত ঝর্ণা আক্তার (২৮) উপজেলার কান্দাল গ্রামের সামছুল হকের মেয়ে। দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুর রব একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৩০ নভেম্বর রাতে আব্দুর রব তার স্ত্রী ঝর্ণা আক্তারের সঙ্গে যৌতুকের টাকা দেওয়া নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে আব্দুর রব তার স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলে। যৌতুকের দাবিতে রব তার স্ত্রীকে প্রায় নির্যাতন করতেন। ১০ বছরের সংসারে ঝর্ণা-রব দম্পতির ২ মেয়ে ও এক ছেলে রয়েছে।

এ ঘটনায় ঝর্ণা আক্তারের বাবা সামছুল হক বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় একই উপজেলার বামবাতাবাড়িয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রবকে (৪৫) আসামি করা হয়।

মামলার সরকারি কৌঁসুলি (পিপি) প্রদীপ কুমার দত্ত আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ায় ঝর্ণা আক্তারের স্বামী আব্দুর রবকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত