কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলার আসামি মো. শিবলুর (২৮) অস্ত্র ও গুলি হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়েছে। আজ শুক্রবার কয়েকটি ছবি ও ২২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।
ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার বাসিন্দা মো. শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নাড়াচাড়া করছে।
শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ পাঁচলাইশ থানায় মামলা করেন। সেই মামলায় ৬৯ নম্বর আসামি শিবলু।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভিডিও ও ছবিগুলো পুলিশের হাতে আসার পর অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।’

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নগরীর ষোলশহর ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণের মামলার আসামি মো. শিবলুর (২৮) অস্ত্র ও গুলি হাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে হয়েছে। আজ শুক্রবার কয়েকটি ছবি ও ২২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া গেছে।
ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার বাসিন্দা মো. শিবলু নিজে এক হাতে মোবাইলে ভিডিও করছে এবং অপর হাতে কিছু গুলি, অস্ত্র নাড়াচাড়া করছে।
শিবলু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন এলাকার নাসির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তাকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় পাঁচলাইশ মডেল থানাধীন ষোলশহর ২ নম্বর গেট এলাকার চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র নিয়ে হামলা হয়। এতে অনেক নিরীহ মানুষ ও শিক্ষার্থীরা আহত হন। এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করে ছাত্রদল নেতা জিয়াইল হক জোনাইদ পাঁচলাইশ থানায় মামলা করেন। সেই মামলায় ৬৯ নম্বর আসামি শিবলু।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘ভিডিও ও ছবিগুলো পুলিশের হাতে আসার পর অস্ত্র উদ্ধার ও তাকে গ্রেপ্তার করতে ইতিমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান অব্যাহত রয়েছে।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
৪ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
৬ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে