নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ উদ্দিন (৪৫), আসাদুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৫২), মোসলেহ উদ্দিন (৪৫), জুয়েল রানা (২৭), মাঈন উদ্দিন (৪২), মহিন উদ্দিন (৩৭), হারুন-অর-রশিদ (৪৫), গাজী আনোয়ার আহম্মেদ হৃদয় (২৭), মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)। তাঁদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট ও ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রশিদ জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট অফিস এলাকার আশপাশে অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১১ জন দালালকে আটক করা হয়। আটক সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে দালাল চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের গাবুয়ায় আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। র্যাবের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজ উদ্দিন (৪৫), আসাদুজ্জামান (৩৫), আব্দুর রহিম (৫২), মোসলেহ উদ্দিন (৪৫), জুয়েল রানা (২৭), মাঈন উদ্দিন (৪২), মহিন উদ্দিন (৩৭), হারুন-অর-রশিদ (৪৫), গাজী আনোয়ার আহম্মেদ হৃদয় (২৭), মাহবুবুর রহমান (২৫) ও আজিজুল হাকিম (২৭)। তাঁদের কাছ থেকে ৩ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, ১৪টি পাসপোর্ট ও ২০৪টি পাসপোর্ট ডেলিভারি রশিদ জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, সেবাপ্রত্যাশীদের হয়রানি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত পাসপোর্ট অফিস এলাকার আশপাশে অভিযান চালায় র্যাব-১১-এর একটি দল। অভিযানকালে বিভিন্ন স্থান থেকে ১১ জন দালালকে আটক করা হয়। আটক সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্টপ্রত্যাশী সাধারণ মানুষকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে।
কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মাহমুদুল হাসান আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। এর আগেও অভিযান চালিয়ে ১৪ দালালকে আটক করে কারাগারে পাঠানো হয়েছিল। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে