সবুর শুভ, চট্টগ্রাম

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১১ আসনে ভোটের পাল্লা স্বতন্ত্র প্রার্থীদের দিকে হেলে আছে। এর মধ্যে দুটিতে কথিত জোটের সমঝোতার মাধ্যমে পাওয়া লাঙ্গল শিবির বেহাল। অন্যগুলোতে স্বতন্ত্রের দাপটে দুলছে নৌকা। বাকি পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা অনেকটা নির্ভার। তাঁদের সামনে স্বতন্ত্র বা অন্য কোনো শক্তিশালী প্রার্থী নেই।
সংশ্লিষ্ট এলাকার ভোটাররা বলছেন, ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে গণনার পর ফলাফল ঘোষণা পর্যন্ত সব প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকলে চট্টগ্রামের ১১ আসনে চমক দেখা যেতে পারে। এই অবস্থায় জেলায় ভোটের ফলাফলে আওয়ামী লীগ সংখ্যালঘু হয়ে যেতে পারে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনের চরতী এলাকার ভোটার মোহাম্মদ ওমর ফারুক বলেন, অধিকাংশ আসনেই স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারী। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে নৌকার অধিকাংশ প্রার্থী হেরে যেতে পারেন।
রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী সুবিধাজনক অবস্থায় আছেন।
এ ছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং ও পাহাড়তলী) আসনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও দোহাজারী) আসনে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ নেতা আবদুল মতলব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মুজিবুর রহমান চৌধুরী শক্ত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।
পোস্টার, ব্যানার, মাইকিং ও গণসংযোগে লোকসমাগমের মতো প্রচারে নৌকার চেয়ে অধিকাংশ ক্ষেত্রে স্বতন্ত্রদেরই এগিয়ে রাখছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের পৌরসভা এলাকার ভোটার সৈয়দ আবু সাদেক বলেন, এখানে নৌকার সঙ্গে কঠিন লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। একজনের আছে নৌকা, অন্যজনের শক্ত সাংগঠনিক ভিত।
এ বিষয়ে চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘স্বতন্ত্র হলেও এলাকার মানুষের সর্বোচ্চ সমর্থন পাচ্ছি। আমার বিজয় সময়ের ব্যাপার মাত্র।’

চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১১ আসনে ভোটের পাল্লা স্বতন্ত্র প্রার্থীদের দিকে হেলে আছে। এর মধ্যে দুটিতে কথিত জোটের সমঝোতার মাধ্যমে পাওয়া লাঙ্গল শিবির বেহাল। অন্যগুলোতে স্বতন্ত্রের দাপটে দুলছে নৌকা। বাকি পাঁচ আসনে আওয়ামী লীগের প্রার্থীরা অনেকটা নির্ভার। তাঁদের সামনে স্বতন্ত্র বা অন্য কোনো শক্তিশালী প্রার্থী নেই।
সংশ্লিষ্ট এলাকার ভোটাররা বলছেন, ভোটাধিকার প্রয়োগ থেকে শুরু করে গণনার পর ফলাফল ঘোষণা পর্যন্ত সব প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকলে চট্টগ্রামের ১১ আসনে চমক দেখা যেতে পারে। এই অবস্থায় জেলায় ভোটের ফলাফলে আওয়ামী লীগ সংখ্যালঘু হয়ে যেতে পারে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনের চরতী এলাকার ভোটার মোহাম্মদ ওমর ফারুক বলেন, অধিকাংশ আসনেই স্বতন্ত্র প্রার্থীদের পাল্লা ভারী। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে নৌকার অধিকাংশ প্রার্থী হেরে যেতে পারেন।
রাজনীতিসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. জামাল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতা আবদুচ ছালাম ও বিজয় কুমার চৌধুরী সুবিধাজনক অবস্থায় আছেন।
এ ছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং ও পাহাড়তলী) আসনে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, চট্টগ্রাম-১১ (বন্দর ও পতেঙ্গা) আসনে আওয়ামী লীগ নেতা জিয়াউল হক সুমন, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে হুইপ সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও দোহাজারী) আসনে আওয়ামী লীগ নেতা আবদুল জব্বার চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া ও লোহাগাড়া) আসনে আওয়ামী লীগ নেতা আবদুল মতলব এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মুজিবুর রহমান চৌধুরী শক্ত স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন।
পোস্টার, ব্যানার, মাইকিং ও গণসংযোগে লোকসমাগমের মতো প্রচারে নৌকার চেয়ে অধিকাংশ ক্ষেত্রে স্বতন্ত্রদেরই এগিয়ে রাখছেন সংশ্লিষ্ট এলাকার ভোটাররা। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের পৌরসভা এলাকার ভোটার সৈয়দ আবু সাদেক বলেন, এখানে নৌকার সঙ্গে কঠিন লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীর। একজনের আছে নৌকা, অন্যজনের শক্ত সাংগঠনিক ভিত।
এ বিষয়ে চট্টগ্রাম-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমন বলেন, ‘স্বতন্ত্র হলেও এলাকার মানুষের সর্বোচ্চ সমর্থন পাচ্ছি। আমার বিজয় সময়ের ব্যাপার মাত্র।’

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৭ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে