হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

সাগরে আগামীকাল শনিবার থেকে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ শিকার বন্ধ হচ্ছে। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। এদিকে দুই মাসের বেশি সময় মাছ শিকার বন্ধের কারণে বিপুলসংখ্যক জেলে বেকার হয়ে পড়ছেন।
সরকারি এই ঘোষণার পর সরেজমিন নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন মাছঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা তীরে এসে জাল বোনার কাজ করছেন। কেউ কেউ ইঞ্জিন বা ট্রলারের বিভিন্ন অংশ মেরামত করছেন। কেউ আবার ট্রলার নিরাপদ স্থানে বেঁধে রেখে অলস সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।
হাতিয়ার বড় ঘাটগুলোর মধ্যে জাহাজমারা কাটাখালী উল্লেখযোগ্য। এই ঘাটে গভীর সমুদ্রে যাওয়া ছোট-বড় দুই শতাধিক ট্রলার রয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সব কটি ট্রলার ঘাটে অবস্থান করছে। এতে ঘাটে থাকা জেলেদের পদচারণে সরগরম হয়ে উঠেছে।
কাটাখালী ঘাটের এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্দুল আলী বলেন, ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পরদিন সমুদ্রে যান তাঁরা। তেমন মাছ পাননি। এর মধ্যে নিষেধাজ্ঞা আসায় ঘাটে চলে এসেছেন।
আব্দুল আলী মাঝি আরও বলেন, তাঁর ট্রলারে একজন বাবুর্চিসহ ১৮ জন মাঝিমাল্লা কাজ করেন। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সবাই বেকার হয়ে পড়েছেন। তবে কেউ কেউ নির্দিষ্ট মজুরির বিনিময়ে জাল বোনার কাজ করবেন।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, হাতিয়ায় গভীর সমুদ্রে যাওয়া ২০টি ঘাটে ছোট-বড় প্রায় ২ হাজার ট্রলার রয়েছে। এসব ট্রলারে প্রায় ৩০ হাজার জেলে তাঁদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিষেধাজ্ঞার এ সময় জেলেরা অনাহারে-অর্ধাহারে থাকেন। ট্রলারমালিকের পক্ষ থেকে সবাইকে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হয় না। গভীর সমুদ্রে থাকায় তাঁদের অনেকের জেলে হিসেবে নিবন্ধন হননি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাতিয়ায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১৭ হাজার। এর মধ্যে জেলে পরিচয়পত্র আছে ১২ হাজার। এর বাইরে অনেকে আছেন, যাঁদের নিবন্ধন ও পরিচয়পত্র নেই।
এদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে উপজেলা মৎস্য অফিস বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের সচেতন করার কাজ করছে। লিফলেট বিতরণ, মাইকিং, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
হাতিয়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আসারুল ইসলাম বলেন, সরকার সাগরে প্রতিবছর ২০ থেকে ৬৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দিয়ে থাকে। ২০১৫ সাল থেকে এই নিষেধাজ্ঞা চলে আসছে। এ সময় আদেশ অমান্য করে কেউ সমুদ্রে মাছ শিকারে গেলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ১৭ মে উপজেলা পরিষদের সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানদের সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, কোস্ট গার্ড ও নৌ পুলিশের দল অভিযানে থাকবে।

সাগরে আগামীকাল শনিবার থেকে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ শিকার বন্ধ হচ্ছে। ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে আজ শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হচ্ছে এই নিষেধাজ্ঞা। এদিকে দুই মাসের বেশি সময় মাছ শিকার বন্ধের কারণে বিপুলসংখ্যক জেলে বেকার হয়ে পড়ছেন।
সরকারি এই ঘোষণার পর সরেজমিন নোয়াখালীর হাতিয়ার বিভিন্ন মাছঘাটে গিয়ে দেখা যায়, জেলেরা তীরে এসে জাল বোনার কাজ করছেন। কেউ কেউ ইঞ্জিন বা ট্রলারের বিভিন্ন অংশ মেরামত করছেন। কেউ আবার ট্রলার নিরাপদ স্থানে বেঁধে রেখে অলস সময় কাটানোর প্রস্তুতি নিচ্ছেন।
হাতিয়ার বড় ঘাটগুলোর মধ্যে জাহাজমারা কাটাখালী উল্লেখযোগ্য। এই ঘাটে গভীর সমুদ্রে যাওয়া ছোট-বড় দুই শতাধিক ট্রলার রয়েছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সব কটি ট্রলার ঘাটে অবস্থান করছে। এতে ঘাটে থাকা জেলেদের পদচারণে সরগরম হয়ে উঠেছে।
কাটাখালী ঘাটের এমভি মায়ের দোয়া ট্রলারের মাঝি আব্দুল আলী বলেন, ঘূর্ণিঝড় মোখা কেটে যাওয়ার পরদিন সমুদ্রে যান তাঁরা। তেমন মাছ পাননি। এর মধ্যে নিষেধাজ্ঞা আসায় ঘাটে চলে এসেছেন।
আব্দুল আলী মাঝি আরও বলেন, তাঁর ট্রলারে একজন বাবুর্চিসহ ১৮ জন মাঝিমাল্লা কাজ করেন। ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে সবাই বেকার হয়ে পড়েছেন। তবে কেউ কেউ নির্দিষ্ট মজুরির বিনিময়ে জাল বোনার কাজ করবেন।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, হাতিয়ায় গভীর সমুদ্রে যাওয়া ২০টি ঘাটে ছোট-বড় প্রায় ২ হাজার ট্রলার রয়েছে। এসব ট্রলারে প্রায় ৩০ হাজার জেলে তাঁদের জীবিকা নির্বাহ করেন। কিন্তু নিষেধাজ্ঞার এ সময় জেলেরা অনাহারে-অর্ধাহারে থাকেন। ট্রলারমালিকের পক্ষ থেকে সবাইকে আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব হয় না। গভীর সমুদ্রে থাকায় তাঁদের অনেকের জেলে হিসেবে নিবন্ধন হননি।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাতিয়ায় নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় ১৭ হাজার। এর মধ্যে জেলে পরিচয়পত্র আছে ১২ হাজার। এর বাইরে অনেকে আছেন, যাঁদের নিবন্ধন ও পরিচয়পত্র নেই।
এদিকে ৬৫ দিনের নিষেধাজ্ঞা উপলক্ষে উপজেলা মৎস্য অফিস বিভিন্ন ঘাটে গিয়ে জেলেদের সচেতন করার কাজ করছে। লিফলেট বিতরণ, মাইকিং, সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।
হাতিয়া উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আসারুল ইসলাম বলেন, সরকার সাগরে প্রতিবছর ২০ থেকে ৬৫ দিনের জন্য এই নিষেধাজ্ঞা দিয়ে থাকে। ২০১৫ সাল থেকে এই নিষেধাজ্ঞা চলে আসছে। এ সময় আদেশ অমান্য করে কেউ সমুদ্রে মাছ শিকারে গেলে মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। ১৭ মে উপজেলা পরিষদের সমন্বয় সভায় ইউপি চেয়ারম্যানদের সতর্ক করে দেওয়া হয়েছে। প্রতিদিন একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, কোস্ট গার্ড ও নৌ পুলিশের দল অভিযানে থাকবে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৬ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে