লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় মাছ ধরায় ৯ জেলেকে জরিমানা করেছে মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ। এ সময় চারটি নৌকা এবং প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ জালের বাজারমূল্য প্রায় ৫৪ লাখ টাকা।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। পরে সদর উপজেলার মজু চৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা জরিমানা করে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন বরিশালের মেহেদীগঞ্জের রাজীব হোসেন, দেলু বাঘা, মো. ইউসুফ, মোহাম্মদ সিয়াম, মো. মিজান, তারেক হোসেন এবং লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী, শাহজাহান সর্দার ও আবদুর রশিদ।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজিবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলার ইসলামগঞ্জ বাজার এলাকা থেকে ৩০ কেজি ইলিশসহ অন্য প্রজাতির ১ হাজার ৩৭৫ কেজি মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া বরফকলগুলো বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নামলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
১৮ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২০ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে