নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার কথা বলে এক আমেরিকা প্রবাসীর ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে মামলা নিতে সদরঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
এর আগে মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী বাদী হয়ে মো. ইমরান (৪৮) ও ফারুক হায়দার (৬৫) নামে ওই দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে একটি মামলা রুজু করেন।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত শুনানিতে বাদীর ২০০ ধারা গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য সদরঘাটের ওসিকে নির্দেশ দেন।
মামলার বাদীর অভিযোগপত্রের বরাত দিয়ে পিপি বলেন, উনি (শাহ আলম চৌধুরী) ১৯৭১ সালে ক্যাপ্টেন রফিকুল ইসলাম বীর উত্তমের কমান্ডে সীতাকুণ্ড এলাকায় যুদ্ধ করেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। অভিযুক্তরা তাঁকে বিভিন্ন সময়ে টেলিফোনে ও মেসেঞ্জারে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করছে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনি যদি সম্মতি দেন তাহলে অভিযুক্তরা ওই মুক্তিযোদ্ধার পক্ষে কাজটি করে দেবেন।
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, বাদী একজন মুক্তিযোদ্ধা। কিন্তু ওনার সনদ ছিল না। এ জন্য বিষয়টিকে আন্তরিকভাবে গ্রহণ করে অভিযুক্তদের কথায় রাজি হন। তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে ১৭ লাখ টাকা নিয়েছিলেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁরা তাঁকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, রফিকুল ইসলাম বীর উত্তমের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা নিবাসের বরাদ্দপত্র, কল্যাণ ট্রাস্টের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বাদীর নামে বিভিন্ন চেকপত্র তুলে দেন।
সম্প্রতি দেশে আসার পর সেসব কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করলে কাগজপত্রগুলো জাল বলে জানানো হয়। পরে ভুক্তভোগী শাহ আলম চৌধুরী আদালতের আশ্রয় নেন।
আদালতে শুনানির সময় বাদীপক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী ও মো. আনিসুর রহমান মুন্না।

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়ার কথা বলে এক আমেরিকা প্রবাসীর ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারকের বিরুদ্ধে মামলা নিতে সদরঘাট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালত এই আদেশ দেন।
এর আগে মুক্তিযোদ্ধা শাহ আলম চৌধুরী বাদী হয়ে মো. ইমরান (৪৮) ও ফারুক হায়দার (৬৫) নামে ওই দুই প্রতারকের বিরুদ্ধে আদালতে একটি মামলা রুজু করেন।
বাদীপক্ষের আইনজীবী ও জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আদালত শুনানিতে বাদীর ২০০ ধারা গ্রহণ ও কাগজপত্র পর্যালোচনা করে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য সদরঘাটের ওসিকে নির্দেশ দেন।
মামলার বাদীর অভিযোগপত্রের বরাত দিয়ে পিপি বলেন, উনি (শাহ আলম চৌধুরী) ১৯৭১ সালে ক্যাপ্টেন রফিকুল ইসলাম বীর উত্তমের কমান্ডে সীতাকুণ্ড এলাকায় যুদ্ধ করেন। পরে তিনি আমেরিকায় প্রবাসী হন। অভিযুক্তরা তাঁকে বিভিন্ন সময়ে টেলিফোনে ও মেসেঞ্জারে বলেন, বর্তমান শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করছে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে। তিনি যদি সম্মতি দেন তাহলে অভিযুক্তরা ওই মুক্তিযোদ্ধার পক্ষে কাজটি করে দেবেন।
শেখ ইফতেখার সাইমুল আরও বলেন, বাদী একজন মুক্তিযোদ্ধা। কিন্তু ওনার সনদ ছিল না। এ জন্য বিষয়টিকে আন্তরিকভাবে গ্রহণ করে অভিযুক্তদের কথায় রাজি হন। তাঁর কাছ থেকে বিভিন্ন সময়ে ১৭ লাখ টাকা নিয়েছিলেন অভিযুক্তরা। একপর্যায়ে তাঁরা তাঁকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, রফিকুল ইসলাম বীর উত্তমের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা নিবাসের বরাদ্দপত্র, কল্যাণ ট্রাস্টের প্রত্যয়নপত্র, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বাদীর নামে বিভিন্ন চেকপত্র তুলে দেন।
সম্প্রতি দেশে আসার পর সেসব কাগজপত্র নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যোগাযোগ করলে কাগজপত্রগুলো জাল বলে জানানো হয়। পরে ভুক্তভোগী শাহ আলম চৌধুরী আদালতের আশ্রয় নেন।
আদালতে শুনানির সময় বাদীপক্ষে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাশেদুল ইসলাম চৌধুরী ও মো. আনিসুর রহমান মুন্না।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
৪ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
৬ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
৮ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
৪২ মিনিট আগে