কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবির থেকে দেশি-বিদেশি সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার ভোরে কুতুপালং-২ ওয়েস্ট ক্যাম্পের ডি-৯ ব্লকে এই অভিযান চালানো হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং-২ ওয়েস্ট ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, রোববার ভোররাতে কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের এক ব্যক্তির বসতঘরে কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবর পেয়ে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। আটকদের শরীর ও ঘরটিতে তল্লাশি চালিয়ে বিদেশি পাঁচটি পিস্তল, দেশে তৈরি দুটি বন্দুক ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।
এপিবিএন অধিনায়ক বলেন, ‘আটকেরা রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।’
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবির থেকে দেশি-বিদেশি সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ রোববার ভোরে কুতুপালং-২ ওয়েস্ট ক্যাম্পের ডি-৯ ব্লকে এই অভিযান চালানো হয়। ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং-২ ওয়েস্ট ক্যাম্পের ডি-৯ ব্লকের মৃত কবির আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২২), একই ক্যাম্পের সি-২ ব্লকের মৃত আব্দুল জলিলের ছেলে দিল মোহাম্মদ (৩৫), সি-৭ ব্লকের আব্দুস সালামের ছেলে মোহাম্মদ খলিল (৩৪), সি-২ ব্লকের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ ইদ্রিছ (২৮) ও এ-৬ ব্লকের মৃত সাব্বির আহাম্মদের ছেলে মোহাম্মদুল্লাহ (২৫)।
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল জানান, রোববার ভোররাতে কুতুপালং ২-ওয়েস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৯ ব্লকের এক ব্যক্তির বসতঘরে কিছু লোক অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবর পেয়ে এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ১০-১২ জন দৌড়ে পালানোর চেষ্টা চালান। এ সময় ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান। আটকদের শরীর ও ঘরটিতে তল্লাশি চালিয়ে বিদেশি পাঁচটি পিস্তল, দেশে তৈরি দুটি বন্দুক ও ১৮টি গুলি উদ্ধার করা হয়।
এপিবিএন অধিনায়ক বলেন, ‘আটকেরা রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক একটি সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে।’
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আয়োজিত গণভোটে ‘না’ দেওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দল নেতা জুয়েল আরমান। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম—এটা পরাজিত হবে।’
১ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় ফসিউল আলম অনীক (৩০) নামের এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার রাত ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অনীক ওই এলাকার মো. রানা মোল্লার ছেলে।
১ ঘণ্টা আগে
অনলাইন প্ল্যাটফর্মে টেলিগ্রামে বিনিয়োগ ও চাকরি দেওয়ার কথা বলে ১ কোটির বেশি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের আরেক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার আসামির নাম মো. সোহেল মিয়া (৪১)।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গুলি তার মুখের এক পাশ দিয়ে ঢুকে মস্তিষ্কে প্রবেশ করেছে।’
২ ঘণ্টা আগে