নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরের ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন দেখা গেছে, আজ বিকেল ৫টার দিকে ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে দুই শতাধিক কোটা আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো স্টেশন। এ সময় কেজিডিসিএলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ষোলোশহর স্টেশনে ঢোকার চেষ্টা করেন। দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে কোটা আন্দোলনকারীরা পুরো ষোলোশহর দখলে নেন। ছাত্রলীগকে ২ নম্বর গেটের দিকে চলে যেতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা ৭টার দিকে কোটা আন্দোলনকারীরা চলে যান। এ ঘটনায় পুলিশের এক সদস্য, এক সাংবাদিকসহ পাঁচজন আহত হন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো নগরে।
রাকিব হাসান নামের এক কোটা আন্দোলনকারী বলেন, ‘সরকারপ্রধানের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘ষোলোশহরে রাজাকারদের সাধারণ মানুষ প্রতিহত করেছে। যেখানে রাজাকার দেখছি, সেখানে মারধর করতেছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, ষোলোশহরে সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। তাতে আমাদের কয়েকজনসহ পাঁচজন আহত হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’

চট্টগ্রামে কোটা আন্দোলনকারীদের ধাওয়ায় ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে নগরের ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিন দেখা গেছে, আজ বিকেল ৫টার দিকে ষোলোশহর রেলস্টেশন প্ল্যাটফর্মে দুই শতাধিক কোটা আন্দোলনকারী অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো স্টেশন। এ সময় কেজিডিসিএলের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ষোলোশহর স্টেশনে ঢোকার চেষ্টা করেন। দুই পক্ষই পরস্পরের দিকে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা ধাওয়া দিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরে কোটা আন্দোলনকারীরা পুরো ষোলোশহর দখলে নেন। ছাত্রলীগকে ২ নম্বর গেটের দিকে চলে যেতে দেখা গেছে। সংঘর্ষের মধ্যে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। সন্ধ্যা ৭টার দিকে কোটা আন্দোলনকারীরা চলে যান। এ ঘটনায় পুলিশের এক সদস্য, এক সাংবাদিকসহ পাঁচজন আহত হন। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে পুরো নগরে।
রাকিব হাসান নামের এক কোটা আন্দোলনকারী বলেন, ‘সরকারপ্রধানের বক্তব্য আমাদের মর্মাহত করেছে। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
এদিকে নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, ‘ষোলোশহরে রাজাকারদের সাধারণ মানুষ প্রতিহত করেছে। যেখানে রাজাকার দেখছি, সেখানে মারধর করতেছি।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, ষোলোশহরে সংঘর্ষের মধ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। তাতে আমাদের কয়েকজনসহ পাঁচজন আহত হয়েছে। তবে তাঁদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২২ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে