কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৭ মিনিট আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
৩৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি আরএসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশদ্বারের পাশেই সাধারণ মানুষের সুবিধার্থে নির্মাণ করা হয় একটি পাবলিক টয়লেট (ওয়াশ ব্লক)। কিন্তু উদ্বোধনের পর প্রায় আড়াই বছরেও ১৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত...
২ ঘণ্টা আগে