কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।

সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
২০ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে