চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে দ্রুত লঞ্চটি তীরে ভেড়ানো হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে মাঝের চর এলাকায় মেঘনা নদীতে কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চটি চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এ বিষয়ে হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিল। নৌ-পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চে ইতিমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে।’
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩-এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’
এদিকে ঘটনা জানতে পেরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে চার শতাধিক যাত্রীবাহী লঞ্চের ইঞ্জিনে অগ্নিকাণ্ড ঘটেছে। পরে দ্রুত লঞ্চটি তীরে ভেড়ানো হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হয়েছেন অন্তত আটজন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে নৌ-পুলিশ।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে মাঝের চর এলাকায় মেঘনা নদীতে কর্ণফুলী-৩ নামের একটি লঞ্চে এ ঘটনা ঘটে। লঞ্চটি চার শতাধিক যাত্রী নিয়ে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।
এ বিষয়ে হাইমচর নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. জাহাঙ্গীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার পরে লঞ্চটি পাড়ে ভিড়িয়ে দেয়। লঞ্চে চার শতাধিক যাত্রী ছিল। নৌ-পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কর্ণফুলী লঞ্চ কোম্পানির আরেকটি লঞ্চে ইতিমধ্যে প্রায় অর্ধেক যাত্রী উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছানো হবে।’
চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ‘আগুন লাগার পর লঞ্চটি দ্রুত চরে ভিড়িয়ে দেওয়া হয়। কর্ণফুলী-৩-এর যাত্রীদের কর্ণফুলী-৪ লঞ্চের মাধ্যমে ঢাকায় নেওয়া হচ্ছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। কর্ণফুলী-৪ লঞ্চের মাস্টার মোবারক হোসেন আমাকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ফায়ার সার্ভিসসহ আমাদের তদন্ত টিম ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে লঞ্চে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে বলা যাবে।’
এদিকে ঘটনা জানতে পেরে নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে