Ajker Patrika

হাইমচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
হাইমচরে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু
প্রতীকী ছবি

চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. ইব্রাহমি (৪) ও ফয়জিয়া (২) নামে ভাইবোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর বগুলা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুরা ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. হারুনুর রশিদ হাওলাদারের ছেলে ও মেয়ে।

শিশুদের স্বজনেরা জানান, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। পরিবারের লোকদের অগোচরে খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাদের মৃত ঘোষণা করেন।

হাইমচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, নিহত দুই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং মরদেহ দাফনের জন্য বাড়িতে নিয়ে যাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত