নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোলা-ঢাকা নৌ-রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত ও সুরভী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।
বন্দর কর্মকর্তা শহিদুল আরও বলেন, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরে মধ্যরাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। নিহত মো. সোহেল ভোলা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
টিপু লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে যা করার প্রধান কার্যালয় ব্যবস্থা নেবে। তাঁদের কিছু করার নেই। কারণ দুর্ঘটনা তাঁর এলাকায় হলেও লঞ্চ তো তাঁর এলাকায় নেই। একই কথা জানিয়েছেন ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল।

ভোলা-ঢাকা নৌ-রুটের মেঘনা নদীর চাঁদপুরের হাইমচরে মধ্যরাতে দুই যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষে মো. সোহেল (২৮) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে কয়েক জন যাত্রী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ঘন কুয়াশার কারণে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বিআইডব্লিউটিএর ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
শহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সোমবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুরের হাইমচরে সুরভী-৮ ও টিপু-১৪ লঞ্চের সংঘর্ষ হয়। এ ঘটনায় সুরভী-৮ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত ও সুরভী লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘন কুয়াশায় দুই লঞ্চের এ সংঘর্ষ হয়।
বন্দর কর্মকর্তা শহিদুল আরও বলেন, সোমবার সন্ধ্যায় ভোলার ইলিশা থেকে ঢাকার পথে সুরভী-৮ লঞ্চ রওনা দেয়। অন্যদিকে টিপু-১৪ লঞ্চ ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়ার দিকে যাচ্ছিল। পথে চাঁদপুরের মেঘনা নদীর হাইমচরে মধ্যরাতে দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এতে সুরভী লঞ্চের একজন নিহত হয় ও লঞ্চটির ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টিপু লঞ্চটি ইলিশায় ফিরে আসে। আর সুরভী লঞ্চ ঢাকায় পৌঁছেছে। নিহত মো. সোহেল ভোলা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানান তিনি।
টিপু লঞ্চের যাত্রী জামাল হোসেন জানান, মেঘনা নদীর হাইমচর নামক স্থানে পৌঁছালে হঠাৎ সংঘর্ষে লঞ্চটি কেঁপে ওঠে। দুই লঞ্চের পাশের অংশে এই সংঘর্ষ হয়। এতে সুরভী-৮ লঞ্চটির ডান অংশ ভেঙে যায়।
সুরভী-৮ লঞ্চের পরিচালক মো. মিজানুর রহমান জানান, ঘন কুয়াশায় এ ঘটনা ঘটেছে। এতে সুরভী-৮ লঞ্চের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিআইডব্লিউটিএর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, এ বিষয়ে যা করার প্রধান কার্যালয় ব্যবস্থা নেবে। তাঁদের কিছু করার নেই। কারণ দুর্ঘটনা তাঁর এলাকায় হলেও লঞ্চ তো তাঁর এলাকায় নেই। একই কথা জানিয়েছেন ভোলা বন্দর কর্মকর্তা শহিদুল।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
১২ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
১৪ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
২৪ মিনিট আগে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আগামী দিনে কোনো ফ্যাসিবাদ যেন না সৃষ্টি হয়, সে জন্যই গণভোট। আগামী দিনে যেন কোনো ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সেটার জন্যই জুলাই সনদ। আজ সোমবার দুপুরে পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে এক সুধী সমাবেশে...
৩৬ মিনিট আগে