Ajker Patrika

মাদ্রাসার শ্রেণিকক্ষে অশালীন ইঙ্গিত, ছাত্রীসহ ৪ জন বহিষ্কার

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০০: ১৪
শাহরাস্তি নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। ছবি: আজকের পত্রিকা
শাহরাস্তি নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা। ছবি: আজকের পত্রিকা

শ্রেণিকক্ষে অশালীন ইঙ্গিতের অভিযোগে চাঁদপুরের শাহরাস্তি নুনিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার মাদ্রাসার উপাধ্যক্ষ মাসুদুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো আমির হামজা, মাহমুদ হাসান, আল আমিন ও এক ছাত্রী। তারা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি মাদ্রাসার শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী অপর এক নারী শিক্ষার্থীকে অশ্লীল অঙ্গভঙ্গি করে। ওই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনরা এটিকে নৈতিক স্খলন ও শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক বলে মন্তব্য করেন।

এ ঘটনায় গত সোমবার (১১ আগস্ট) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের নির্দেশে নিয়মশৃঙ্খলা ও শিক্ষার মান উন্নয়ন কমিটি এবং অভিভাবকদের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতভাবে ঘটনায় জড়িত চার শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রতিষ্ঠান থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা ও সুনাম রক্ষার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইন মোল্লা আজকের পত্রিকাকে বলেন, পরিস্থিতি বিবেচনায় ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসকের নির্দেশে জরুরি সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। ইতিমধ্যে অভিযুক্ত চার শিক্ষার্থীকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। প্রয়োজনে এ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত