Ajker Patrika

দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে যুবকের গোপনাঙ্গ কাটার অভিযোগ, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল। ছবি: আজকের পত্রিকা
হাসপাতালে চিকিৎসাধীন উজ্জ্বল। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুরের মতলব উত্তরে এক নারীর বিরুদ্ধে তাঁর স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী কল্পনা বেগম (২৫) ও তাঁরা বাবা বাবর আলী পলাতক রয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগীর নাম মো. উজ্জ্বল (৩৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। কল্পনা বেগম উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী। উজ্জ্বল কিছুদিন যাবৎ কৃষ্ণপুর গ্রামে তাঁর শ্বশুর বাবুর আলীর বাড়িতে বসবাস করছিলেন। সেখানেই এ ঘটনা ঘটে। স্থানীয়রা বলেন, রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় কল্পনা ধারালো অস্ত্র দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। উজ্জ্বল রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকলে তাঁর মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানাকে অজ্ঞাত এক ব্যক্তি বিষয়টি জানান। পরে ফারজানা গিয়ে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থার কথা জানিয়ে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। ফারজানার বাড়িও মতলবপুর উত্তর উপজেলায়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। সদর হাসপাতাল থেকেও বিষয়টি আমাকে জানানো হয়েছে। উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে বাড়িতে এনে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত