চাঁদপুর প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।
এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

পর্যায়ক্রমে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় সমবেত হন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
এরপর ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা পরিষদের পক্ষে জেলা প্রশাসক।
এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে এসপি সৈয়দ মুশফিকুর রহমান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর, সিভিল সার্জন কার্যালয়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল, চাঁদপুর মেডিকেল কলেজ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, জেলা মৎস্য বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, চাঁদপুর পৌরসভা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

পর্যায়ক্রমে আরও শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রাণিসম্পদ দপ্তর, জেলা কারাগার, জেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়, জেলা পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস চাঁদপুর, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড চাঁদপুর, জেলা শিল্পকলা একাডেমি, চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর সদর উপজেলা পরিষদ, চাঁদপুর সদর মডেল থানা ও চাঁদপুর রেলওয়ে থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এদিকে প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য শহরের বিভিন্ন এলাকা থেকে সরকারি দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষে লোকজন শহীদ মিনার এলাকায় সমবেত হন।

লক্ষ্মীপুরের কমলনগরে নিখোঁজের তিন দিন পর নুর আলম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টায় উপজেলার মাতাব্বর হাট মেঘনার তীর রক্ষা বাঁধের ব্লকের মধ্যে থেকে লাশটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
নৌ পুলিশ জানায়, রাতে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে তাঁরা মেঘনা নদীতে নিয়মিত টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে শান্তির বাজার এলাকায় নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩০ মিনিট আগে
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন শিক্ষার্থী ও তরুণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। এ ছাড়া বিশেষ মানুষদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা নিতে পারব, যাতে নিজেদের তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।’
৩৪ মিনিট আগে
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মুশফিকুর রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক বরাদ্দের চিঠি তিনি রোববার রাতে (১৮ জানুয়ারি)...
১ ঘণ্টা আগে