ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে জবাই করা শিয়ালসহ হাতেনাতে দুজনকে আটক করেন। পরে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। গতকাল শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সকদিরামপুর ও পশ্চিম সকদিরামপুর এলাকার বাসিন্দা মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫)।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জবাই করা শিয়ালের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। পরে এসব মাটিতে পুঁতে ফেলা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সকদিরামপুর এলাকায় আখখেত থেকে একটি শিয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে যায়। এ সময় সেখান থেকে স্থানীয় রাকিব হোসেন ও মজিবুর রহমান মিজিকে আটক করা হয়। তা ছাড়া জবাই করা শিয়ালের মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, ‘খবর পেয়ে শনিবার রাতে জবাই করা শিয়ালের মাংস জব্দ করি। এ সময় শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রোববার সকালে রাকিব হোসেন ও মজিবুর রহমান মিজিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

চাঁদপুরের ফরিদগঞ্জে শিয়াল জবাই করে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গিয়ে জবাই করা শিয়ালসহ হাতেনাতে দুজনকে আটক করেন। পরে তাঁদের এক মাস করে কারাদণ্ড দেন। গতকাল শনিবার রাতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সকদিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত দুজন হলেন উপজেলার সকদিরামপুর ও পশ্চিম সকদিরামপুর এলাকার বাসিন্দা মো. রাকিব হোসেন (৪৫) ও মো. মজিবুর রহমান মিজি (৪৫)।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জবাই করা শিয়ালের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। পরে এসব মাটিতে পুঁতে ফেলা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, সকদিরামপুর এলাকায় আখখেত থেকে একটি শিয়াল আটকের পর জবাই করে বিক্রির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে একদল পুলিশ সেখানে যায়। এ সময় সেখান থেকে স্থানীয় রাকিব হোসেন ও মজিবুর রহমান মিজিকে আটক করা হয়। তা ছাড়া জবাই করা শিয়ালের মাংস জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা বলেন, ‘খবর পেয়ে শনিবার রাতে জবাই করা শিয়ালের মাংস জব্দ করি। এ সময় শিয়াল জবাই ও মাংস বিক্রির অপরাধে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রোববার সকালে রাকিব হোসেন ও মজিবুর রহমান মিজিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
৩৪ মিনিট আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
শ্রীপুরে গণস্বাস্থ্য মেডিকেল কলেজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসের সহকারীর হাত বিচ্ছিন্ন ও এক শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে