চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল ইসলাম বাবু (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাইয়েদুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি এবং গণপরিষদের সদস্য। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি। শহরের আদালতপাড়ার মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দ্বিতীয় সন্তান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুলের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
জাহিদুল ইসলাম জানান, দুই মাস ধরে সাইয়েদুল ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তী সময়ে আট দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানেই আজ মারা গেছেন।
সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি এক শোকবার্তায় সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাইয়েদুলের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান ছোট ভাই জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল ইসলাম বাবু (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সাইয়েদুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি এবং গণপরিষদের সদস্য। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি। শহরের আদালতপাড়ার মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দ্বিতীয় সন্তান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুলের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান।
জাহিদুল ইসলাম জানান, দুই মাস ধরে সাইয়েদুল ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তী সময়ে আট দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানেই আজ মারা গেছেন।
সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি এক শোকবার্তায় সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সাইয়েদুলের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান ছোট ভাই জাহিদুল ইসলাম রোমান।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৩ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৭ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৭ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৭ ঘণ্টা আগে