চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পুরানবাজার এলাকার পাইকারি বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে কমিটির সদস্যরা নিত্যপণ্যের বেশ কয়েকটি পাইকারি দোকানে অভিযান পরিচালনা করে মালিকদের সতর্ক করেন। এ ছাড়া কয়েকটি দোকানের পণ্য বিক্রির ক্যাশ মেমো কাঁচা থাকায় তা জব্দ করে পুড়িয়ে ফেলেন এবং ভবিষ্যতে এই রকমের ক্যাশ মেমো পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
এ সময় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। দোকানমালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষদের ক্ষতি না করে। ব্যবসায়ীরা মুনাফা করবে, কিন্তু মুনাফার নামে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটি উপজেলা পর্যায়েও করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, সদস্যসচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, সদস্য কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, খাদ্য পরিদর্শক মো. নাছির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফুদ্দিন নিশান ও সাকিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে চাঁদপুর শহরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

চাঁদপুরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি তদারকি ও পর্যালোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ টাস্কফোর্স কমিটি অভিযান চালিয়েছে। আজ বৃহস্পতিবার শহরের পুরানবাজার এলাকার পাইকারি বাজারে এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন বিশেষ টাস্কফোর্স কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযানে কমিটির সদস্যরা নিত্যপণ্যের বেশ কয়েকটি পাইকারি দোকানে অভিযান পরিচালনা করে মালিকদের সতর্ক করেন। এ ছাড়া কয়েকটি দোকানের পণ্য বিক্রির ক্যাশ মেমো কাঁচা থাকায় তা জব্দ করে পুড়িয়ে ফেলেন এবং ভবিষ্যতে এই রকমের ক্যাশ মেমো পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
এ সময় কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করি। দোকানমালিকদের বলা হয়েছে, যেন মুনাফার নামে সাধারণ মানুষদের ক্ষতি না করে। ব্যবসায়ীরা মুনাফা করবে, কিন্তু মুনাফার নামে অসাধু উপায়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই কমিটি উপজেলা পর্যায়েও করা হবে এবং অভিযান অব্যাহত থাকবে।’
এ সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুকবুল হোসেন, সদস্যসচিব ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন, সদস্য কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, জেলা ক্যাবের দপ্তর সম্পাদক বিপ্লব সরকার, খাদ্য পরিদর্শক মো. নাছির উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সাইফুদ্দিন নিশান ও সাকিবুল ইসলাম, চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিযানে চাঁদপুর শহরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৯ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১৫ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২৩ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৮ মিনিট আগে