চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এই অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
এ ছাড়া পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে ২৪ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নিগার সুলতানা ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
পৌরবাসীর ওপর নতুন করে কোনো প্রকার কর আরোপ ছাড়াই এই অর্থবছরে ৬৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকা উদ্বৃত্ত রেখে ৬৫ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬৪ কোটি ৯০ লাখ টাকা।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লাখ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৪৮৭ টাকা।
এ অর্থবছরে পৌরবাসীর ওপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা বলেন, ‘পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনর্নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ কল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেলটাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া/ ইনফ্লুয়েঞ্জা/নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে।’
এ ছাড়া পৌর কবরস্থানের জন্য ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন। পৌরসভার জন্য ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা। পৌরসভার উন্নয়নের জন্য নতুন প্রকল্পের অন্তর্ভুক্তির জন্য নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা। টেকসই নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে ২৪ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো। পৌরসভা ড্রেন নির্মাণের জন্য ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রমুখ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে এমপি প্রার্থী আলোচিত ভিক্ষুক আবুল মুনসুর ফকিরের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুর রহমান তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বিদ্যুতের খুঁটির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩৯ মিনিট আগে
বিক্ষোভ কর্মসূচিতে ভেনেজুয়েলায় অবিলম্বে হামলা বন্ধ, প্রেসিডেন্ট মাদুরোকে সুস্থ অবস্থায় দেশে ফেরত পাঠানো এবং আগ্রাসনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে যুক্তরাষ্ট্রকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানানো হয়।
১ ঘণ্টা আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) গুচ্ছপদ্ধতিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত এই পরীক্ষা হয়। সিকৃবিতে এ বছর ২ হাজার ২০১ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬ জন ভর্তি পরীক্ষায় অংশ নেন।
১ ঘণ্টা আগে