ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সরকারনির্ধারিত ৬৬৪ টাকা ৩৯ পয়সা মূল্যে গরুর মাংস বিক্রি করতে অপারগতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই দিন গরুর মাংস বিক্রি বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে মাংসের মূল্য বাড়ানোর দাবিতে ব্যবসায়ীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন। তবে জেলা প্রশাসক বলেছেন, ‘সরকারনির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে হবে। তা না হলে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নিয়ে যান মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। মাংস ব্যবসায়ী সমিতির নেতৃত্বে ছিলেন ফারুক আহমেদ। এ ছাড়া তাঁদের সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হক। তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দাবির কথা জানান। এ সময় জেলা প্রশাসক দেশব্যাপী সরকারনির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে যৌক্তিকতা তুলে ধরেন।
ব্যবসায়ীদের জেলা প্রশাসক বলেন, ‘সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করেছে। উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত যেন লাভজনক হয়, সেই হিসাব করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা ৩৯ পয়সা। এতেও উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত প্রত্যেকের লাভ হিসাব করেই ধরা হয়েছে। সারা দেশেই এই মূল্য বাস্তবায়ন করা হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘লাভ হচ্ছে না বলে ব্রাহ্মণবাড়িয়ার মাংস ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সারা দেশে যে সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে, তারা অবশ্যই তা মেনে চলবে। কেউ অতিরিক্ত মাংসের মূল্য নিলে তা আমরা দেখব।’ এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
তবে চেম্বারের সভাপতি আজিজুল হক বলেন, ‘জেলা প্রশাসক মাংস ব্যবসায়ীদের বলেছেন, “আপনারা আজকে যেমন এসেছেন, কিন্তু আসার আগে মাংস বিক্রি কেন বন্ধ করলেন? সুবিধা-অসুবিধার কথা জানাতে পারতেন।” তখন ব্যবসায়ীরা জানান, সরকারি দরে মাংস বিক্রি করতে পারবেন না। অতিরিক্ত দরে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করবেন। তাই দোকান বন্ধ করেছেন। এ ছাড়া ব্যবসায়ীদের দেওয়া স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। সর্বশেষ তিনি সরকারনির্ধারিত মূল্য মেনে মাংস বিক্রি করার তাগিদ দেন।’

সরকারনির্ধারিত ৬৬৪ টাকা ৩৯ পয়সা মূল্যে গরুর মাংস বিক্রি করতে অপারগতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে ব্রাহ্মণবাড়িয়া শহরে দুই দিন গরুর মাংস বিক্রি বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার বিকেলে মাংসের মূল্য বাড়ানোর দাবিতে ব্যবসায়ীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিবুর রহমানকে স্মারকলিপি দিয়েছেন। তবে জেলা প্রশাসক বলেছেন, ‘সরকারনির্ধারিত মূল্যে গরুর মাংস বিক্রি করতে হবে। তা না হলে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নিয়ে যান মাংস ব্যবসায়ী সমিতির নেতারা। মাংস ব্যবসায়ী সমিতির নেতৃত্বে ছিলেন ফারুক আহমেদ। এ ছাড়া তাঁদের সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আজিজুল হক। তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দিয়ে দাবির কথা জানান। এ সময় জেলা প্রশাসক দেশব্যাপী সরকারনির্ধারিত মূল্যে মাংস বিক্রি করতে যৌক্তিকতা তুলে ধরেন।
ব্যবসায়ীদের জেলা প্রশাসক বলেন, ‘সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করেছে। উৎপাদন পর্যায় থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত যেন লাভজনক হয়, সেই হিসাব করেই মূল্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গরুর মাংসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৬৪ টাকা ৩৯ পয়সা। এতেও উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত প্রত্যেকের লাভ হিসাব করেই ধরা হয়েছে। সারা দেশেই এই মূল্য বাস্তবায়ন করা হয়েছে।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘লাভ হচ্ছে না বলে ব্রাহ্মণবাড়িয়ার মাংস ব্যবসায়ীরা স্মারকলিপি দিয়েছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সারা দেশে যে সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে, তারা অবশ্যই তা মেনে চলবে। কেউ অতিরিক্ত মাংসের মূল্য নিলে তা আমরা দেখব।’ এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মাংস ব্যবসায়ী সমিতির নেতারা মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
তবে চেম্বারের সভাপতি আজিজুল হক বলেন, ‘জেলা প্রশাসক মাংস ব্যবসায়ীদের বলেছেন, “আপনারা আজকে যেমন এসেছেন, কিন্তু আসার আগে মাংস বিক্রি কেন বন্ধ করলেন? সুবিধা-অসুবিধার কথা জানাতে পারতেন।” তখন ব্যবসায়ীরা জানান, সরকারি দরে মাংস বিক্রি করতে পারবেন না। অতিরিক্ত দরে বিক্রি করলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করবেন। তাই দোকান বন্ধ করেছেন। এ ছাড়া ব্যবসায়ীদের দেওয়া স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। সর্বশেষ তিনি সরকারনির্ধারিত মূল্য মেনে মাংস বিক্রি করার তাগিদ দেন।’

জানাজা শেষে ডাবলুর বড় ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘গতকাল জানাজায় সবাই সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছে। আমরা শুধু আশ্বাসে বিশ্বাসী না, জড়িতদের বিচার চাই। কেউ যেন ছাড় না পায়। আমরা যেন বিচার দেখে যেতে পারি।’
৪ মিনিট আগে
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৭ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
৩০ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩৬ মিনিট আগে