ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের পাশ থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে ওই হিজড়াকে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সেই যুবক।
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই যুবক। হত্যার কারণ হিসেবে তিনি জানান, তাঁকে ছেড়ে বাড়ি চলে যেতে চাওয়ায়, ক্ষিপ্ত হয়ে প্রেমিকা হিজড়াকে হত্যা করেছেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
গ্রেপ্তার ওই যুবকের নাম রাকিব (২৩)। তিনি জেলার কসবা উপজেলার গুনিনপাড়া (কলেজ পাড়া) এলাকার মো. নাছিরের ছেলে।
নিহত ওই হিজড়ার নাম সোহেল রানা ওরফে দুষ্টু (২৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার দক্ষিণ সুকদেবপুরের ছাদের আলীর সন্তান। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, সোহেল রানা ওরফে দুষ্টু হিজড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ এলাকার অজন্তা হিজড়াকে গুরু মানতেন। সেই সুবাদে দুষ্টু কসবা উপজেলায় গোপীনাথপুর থেকে হিজড়া সংগঠনের কাজকর্ম করতেন। আনুমানিক ৭-৮ মাস আগে সোহেল রানা ওরফে দুষ্টুর সঙ্গে অটোরিকশাচালক রাকিবের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন সময়ে ওই অটোরিকশায় চলাফেরা করতেন। অটোরিকশাচালক রাকিব প্রায়ই দুষ্টুর ভাড়া বাসায় গিয়ে থাকতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদও হতো বলে জানা যায়।
অটোরিকশাচালক রাকিবের বরাত দিয়ে ওসি মহিউদ্দিন বলেন, ঈদুল আজহার পরদিন রাতে দুষ্টু হিজড়া তাঁর প্রেমিক অটোরিকশাচালক রাকিবকে কল দেন। পরে রাকিব দুষ্টুকে অটোরিকশায় নিয়ে বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর গোপীনাথপুর সেকান্দারপাড়ায় এলাকায় পৌঁছালে দুষ্টু রাকিবকে জানান, সে তাঁর বাড়ি দিনাজপুরে চলে যাবে। এই কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে দুষ্টুকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে একটি গাছের ডাল দিয়ে দুষ্টুর মাথায় আঘাত করেন রাকিব। এ সময় দুষ্টু মাটিতে লুটিয়ে পড়লে একটি ইটের ভাঙা অংশ দিয়ে আবারও দুষ্টুর মাথায় আঘাত করেন রাকিব। পরে আঘাতপ্রাপ্ত দুষ্টুকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রাকিব পালিয়ে যান। একপর্যায়ে রাকিব দুষ্টুর গুরু মাকে কল দিয়ে জানান, দুষ্টুর লাশ গোপীনাথপুর সেকান্দারপাড়ায় পড়ে আছে। এরপর ফোন বন্ধ করে রাকিব পালিয়ে যান। কসবা থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রাকিব মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসানের কাছে ১৬৪ ধারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সড়কের পাশ থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে ওই হিজড়াকে হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার সেই যুবক।
গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ওই যুবক। হত্যার কারণ হিসেবে তিনি জানান, তাঁকে ছেড়ে বাড়ি চলে যেতে চাওয়ায়, ক্ষিপ্ত হয়ে প্রেমিকা হিজড়াকে হত্যা করেছেন তিনি। এসব তথ্য নিশ্চিত করেছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন।
গ্রেপ্তার ওই যুবকের নাম রাকিব (২৩)। তিনি জেলার কসবা উপজেলার গুনিনপাড়া (কলেজ পাড়া) এলাকার মো. নাছিরের ছেলে।
নিহত ওই হিজড়ার নাম সোহেল রানা ওরফে দুষ্টু (২৫)। তিনি দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার দক্ষিণ সুকদেবপুরের ছাদের আলীর সন্তান। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের গোপীনাথপুর এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে জানান, সোহেল রানা ওরফে দুষ্টু হিজড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ এলাকার অজন্তা হিজড়াকে গুরু মানতেন। সেই সুবাদে দুষ্টু কসবা উপজেলায় গোপীনাথপুর থেকে হিজড়া সংগঠনের কাজকর্ম করতেন। আনুমানিক ৭-৮ মাস আগে সোহেল রানা ওরফে দুষ্টুর সঙ্গে অটোরিকশাচালক রাকিবের পরিচয় হয়। পরিচয় হওয়ার পর থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিভিন্ন সময়ে ওই অটোরিকশায় চলাফেরা করতেন। অটোরিকশাচালক রাকিব প্রায়ই দুষ্টুর ভাড়া বাসায় গিয়ে থাকতেন। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদও হতো বলে জানা যায়।
অটোরিকশাচালক রাকিবের বরাত দিয়ে ওসি মহিউদ্দিন বলেন, ঈদুল আজহার পরদিন রাতে দুষ্টু হিজড়া তাঁর প্রেমিক অটোরিকশাচালক রাকিবকে কল দেন। পরে রাকিব দুষ্টুকে অটোরিকশায় নিয়ে বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর গোপীনাথপুর সেকান্দারপাড়ায় এলাকায় পৌঁছালে দুষ্টু রাকিবকে জানান, সে তাঁর বাড়ি দিনাজপুরে চলে যাবে। এই কথা শুনে রাকিব ক্ষিপ্ত হয়ে দুষ্টুকে গালাগাল করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে একটি গাছের ডাল দিয়ে দুষ্টুর মাথায় আঘাত করেন রাকিব। এ সময় দুষ্টু মাটিতে লুটিয়ে পড়লে একটি ইটের ভাঙা অংশ দিয়ে আবারও দুষ্টুর মাথায় আঘাত করেন রাকিব। পরে আঘাতপ্রাপ্ত দুষ্টুকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে রাকিব পালিয়ে যান। একপর্যায়ে রাকিব দুষ্টুর গুরু মাকে কল দিয়ে জানান, দুষ্টুর লাশ গোপীনাথপুর সেকান্দারপাড়ায় পড়ে আছে। এরপর ফোন বন্ধ করে রাকিব পালিয়ে যান। কসবা থানা-পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রাকিব মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাকিবুল হাসানের কাছে ১৬৪ ধারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মহিউদ্দিন।

দারিদ্র্য যেখানে নিত্যসঙ্গী, সেখানে নতুন ফসল হয়ে উঠেছে মুক্তির পথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার হাজেরা বেগম (৪৫) ব্রকলি চাষ করে প্রমাণ করেছেন—সঠিক পরামর্শ ও সহায়তা পেলে গ্রামীণ নারীরাও লাভজনক কৃষিতে সফল হতে পারেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
২ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
২ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
২ ঘণ্টা আগে