বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি। তাদের নেই কোনো লাইসেন্স, নেই গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ। অল্প বয়সেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ি ও যাত্রীদের জানমালের দায়িত্ব। এ যেন কানার হাতে কুড়াল তুলে দেওয়ার নামান্তর।
জানা যায়, বিজয়নগরের তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই এখন অপ্রাপ্তবয়স্ক। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রীবোঝাই গাড়ি নিয়ে ছুটছে বিজয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ ছাড়া রয়েছে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এসব অপ্রাপ্তবয়স্ক চালকের বিচরণ এখন বিজয়নগরের অলিতে গলিতে। তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া তাদের ট্রাক্টর ও মিনি ট্রাক নিয়েও রাস্তায় দেখা যায়। অদক্ষ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে যানজট। দিন দিন বেড়েই চলেছে অদক্ষ চালকদের সংখ্যা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এসবের কারণে দেশের প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে যাত্রী ও পথচারীরা চরম আতঙ্কে রয়েছে। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে গাড়ির মালিদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রতিকারের দাবি জানিয়েছে।
অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়ির এক যাত্রী মিরাজ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্রামের যাত্রীরা চলাচল করতে এত কিছু বোঝে না। তাই তারা কিছু বলে না। তবে বিষয়টা গুরুত্বসহকারে দেখা উচিত।
উপজেলার বিন্নিঘাট এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার ছেলে শ্যামল মিয়ার (১২) সঙ্গে কথা বললে সে জানায়, গত দুই বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে সে। ৩০০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
সিএনজি সমবায় সমিতির নেতা মো. খালেক বলেন, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন যাতে তুলে না দেয়ণ, এর জন্য আমরা এর মালিকদের সতর্ক করে দিচ্ছি।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছি। অপ্রাপ্তবয়স্ক চালক ও গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি।’

বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে চলছে তিন চাকার গাড়ি। তাদের নেই কোনো লাইসেন্স, নেই গাড়ি চালানোর পর্যাপ্ত প্রশিক্ষণ। অল্প বয়সেই তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে গাড়ি ও যাত্রীদের জানমালের দায়িত্ব। এ যেন কানার হাতে কুড়াল তুলে দেওয়ার নামান্তর।
জানা যায়, বিজয়নগরের তিন চাকার গাড়িচালকদের একটি বড় অংশই এখন অপ্রাপ্তবয়স্ক। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই যাত্রীবোঝাই গাড়ি নিয়ে ছুটছে বিজয়নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এ ছাড়া রয়েছে যাত্রী তোলা ও গন্তব্যে পৌঁছা নিয়ে প্রতিযোগিতা। বেপরোয়াভাবে চালানো এসব যানবাহনেই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এসব অপ্রাপ্তবয়স্ক চালকের বিচরণ এখন বিজয়নগরের অলিতে গলিতে। তিন চাকার গাড়ির মধ্যে রয়েছে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটম। এ ছাড়া তাদের ট্রাক্টর ও মিনি ট্রাক নিয়েও রাস্তায় দেখা যায়। অদক্ষ চালকদের দৌরাত্ম্যে বাড়ছে যানজট। দিন দিন বেড়েই চলেছে অদক্ষ চালকদের সংখ্যা। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।
এসবের কারণে দেশের প্রধান সড়ক ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগরে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে যাত্রী ও পথচারীরা চরম আতঙ্কে রয়েছে। অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে গাড়ি দেওয়ার অপরাধে গাড়ির মালিদেরও আইনের আওতায় আনা উচিত বলে মনে করছে সচেতন মহল। তারা ক্ষোভ প্রকাশ করে দ্রুত প্রতিকারের দাবি জানিয়েছে।
অপ্রাপ্তবয়স্ক চালকের গাড়ির এক যাত্রী মিরাজ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি বলেন, গ্রামের যাত্রীরা চলাচল করতে এত কিছু বোঝে না। তাই তারা কিছু বলে না। তবে বিষয়টা গুরুত্বসহকারে দেখা উচিত।
উপজেলার বিন্নিঘাট এলাকার অটোরিকশাচালক জামাল মিয়ার ছেলে শ্যামল মিয়ার (১২) সঙ্গে কথা বললে সে জানায়, গত দুই বছর ধরে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়ায় চালাচ্ছে সে। ৩০০ টাকা অটোরিকশার মালিককে দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখে।
সিএনজি সমবায় সমিতির নেতা মো. খালেক বলেন, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকদের হাতে যানবাহন যাতে তুলে না দেয়ণ, এর জন্য আমরা এর মালিকদের সতর্ক করে দিচ্ছি।
এ ব্যাপারে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দীন আহমেদ বলেন, ‘আমরা প্রতিদিনই যানবাহনের অনিয়ম গুরুত্বসহকারে দেখছি। অপ্রাপ্তবয়স্ক চালক ও গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছি।’

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
১ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
২ ঘণ্টা আগে