Ajker Patrika

গরু নিয়ে ফেরার পথে বগুড়ায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  
আপডেট : ০৭ জুন ২০২৫, ১৭: ৩৯
গরু নিয়ে ফেরার পথে বগুড়ায় ট্রাক দুর্ঘটনা, নিহত ১
বগুড়ায় গরু নিয়ে ফেরার পথে ট্রাক দুর্ঘটনা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ার শেরপুর মহাসড়কে ট্রাক দুর্ঘটনায় ফজলুর রহমান (৪৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামের আকবর আলী ছেলে।

হাসপাতালে আহতরা জানান, মহাসড়কের মির্জাপুরের রাজাপুর এলাকায় একটি গরু বহনকারী মিনি ট্রাক পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরে উল্টে পড়ে। এতে ফজলুর রহমান গুরুতর জখম হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দুর্ঘটনায় ট্রাকটিতে থাকা গরু ব্যবসায়ীর সহকারী অন্তত আরও ১৫ জন শ্রমিক জখম হন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পাশাপাশি গুরুতর জখম আটজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, দুর্ঘটনা নিহত ওই ব্যক্তিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহত সাতজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত