ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) খোকন মিয়ার বিরুদ্ধে। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত খোকন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার ছেলে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সিএ পদে চাকরি করেন। মারধরের শিকার ব্যবসায়ী আবু ছালাম সুলতান হাটা গ্রামের মমতাজ আলীর ছেলে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকদ্রব্য সেবন করে আবু ছালামের ভাই শরিফকে মারপিট করেন। পরে শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড়ে আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরকেও আলেপ বাদশার লোকজন মারপিট করেন। এ সময় স্থানীয় নুরে আলম, পায়েল ও সুমন এগিয়ে আসলে আলেপ বাদশার লোকজন তাঁদের মারপিটে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদী হয়ে আজ রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তাঁর ছেলে খোকন মিয়াসহ সাতজনকে আসামি করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, অভিযোগ দায়েরের পর ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরে উপজেলা পরিষদে যান। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে খোকন মিয়া তাঁকে একা পেয়ে উপজেলা পরিষদ চত্বরে মারপিট করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে গালি দেওয়ায় আবু ছালামের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারপিটের অভিযোগ সঠিক না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়। ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার ধুনট উপজেলায় এক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে চেয়ারম্যান কার্যালয়ের গোপনীয় সহকারী (সিএ) খোকন মিয়ার বিরুদ্ধে। মারপিটের ঘটনায় থানায় অভিযোগ দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত খোকন চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার ছেলে। রোববার দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খোকন মিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সিএ পদে চাকরি করেন। মারধরের শিকার ব্যবসায়ী আবু ছালাম সুলতান হাটা গ্রামের মমতাজ আলীর ছেলে।
থানায় লিখিত অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশার সঙ্গে ব্যবসায়ী আবু ছালামের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। প্রায় ১০ দিন আগে আলেপ বাদশা গ্রুপের রাকিব ও জিহাদ মাদকদ্রব্য সেবন করে আবু ছালামের ভাই শরিফকে মারপিট করেন। পরে শনিবার বিকেলে চিকাশি মফিজ মোড়ে আবু ছালামের ভাতিজা সাকিবুল ইসলাম জুবায়েরকেও আলেপ বাদশার লোকজন মারপিট করেন। এ সময় স্থানীয় নুরে আলম, পায়েল ও সুমন এগিয়ে আসলে আলেপ বাদশার লোকজন তাঁদের মারপিটে আহত করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় ব্যবসায়ী আবু ছালাম বাদী হয়ে আজ রোববার সকালে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে আলেপ বাদশা ও তাঁর ছেলে খোকন মিয়াসহ সাতজনকে আসামি করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, অভিযোগ দায়েরের পর ব্যবসায়ী আবু ছালাম রোববার দুপুরে উপজেলা পরিষদে যান। এ সময় আওয়ামী লীগ নেতার ছেলে খোকন মিয়া তাঁকে একা পেয়ে উপজেলা পরিষদ চত্বরে মারপিট করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পরলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে অভিযুক্ত খোকন মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘কার্যালয়ের সামনে গালি দেওয়ায় আবু ছালামের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তাঁকে মারপিটের অভিযোগ সঠিক না।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়। ব্যবসায়ীর অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
২১ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে