শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে টিসিপিএল মহিলা কলেজের পাশের জমিতে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অফিস নির্মাণের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকানা নিয়ে বিবদমান জমিতে গতকাল বৃহস্পতিবার রাতে ভবন নির্মাণ শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ লিখিত অভিযোগ করেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিবাদ নিরসনের চেষ্টা চলছে।’
শেরপুর উপজেলা পরিষদের পাশেই ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন বিটিসিএল অফিস। এর পূর্ব দিকের প্রাচীর ঘেঁষে বসানো হয়েছে অস্থায়ী কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। কয়েক মাস আগে একটি টিনের স্থাপনার সামনে যুবলীগের কার্যালয়ের একটি সাইনবোর্ড ঝোলানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর যুবলীগের নেতা কর্মীরা উপস্থিতিতে সেখানে ইট দিয়ে অফিস রুম তৈরির কাজ শুরু হয়। কিছুক্ষণ কাজ চলার পর পুলিশ এসে তা বন্ধ করে দেয়। আজ সকালে তারা আবারও কাজ শুরু করতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের পশ্চিম পার্শ্বে মহাসড়কসংলগ্ন জায়গাগুলো আমাদের। সেখানে কিছু লোক অস্থায়ীভাবে ব্যবসা করছেন। সেখানে স্থায়ী ঘর নির্মাণ করে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য কথাও হয়েছে। ইতিমধ্যে যুবলীগের লোকজন রাতের অন্ধকারে জায়গা দখলের চেষ্টা করছে। আমরা রাতেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
তবে যুবলীগ নেতাদের দাবি জায়গাটি শেরপুরের জমিদার পরিবারের কিরণবালা মুন্সীর। তাঁরা মালিকের মৌখিক সম্মতিতেই সেখানে অফিস ঘর তৈরি করছেন।
যুবলীগের শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিশেষ মহলের ইন্ধনে পুলিশ আমাদের কাজে বাধা দিয়েছে। আমরা মালিকের কাছ থেকে জায়গা নিয়ে অফিস তৈরি করব।’
কিন্তু কিরণবালার নাতি জয় কিশোর মুন্সীর দাবি, কেউ এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেনি।

বগুড়ার শেরপুরে টিসিপিএল মহিলা কলেজের পাশের জমিতে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা অফিস নির্মাণের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মালিকানা নিয়ে বিবদমান জমিতে গতকাল বৃহস্পতিবার রাতে ভবন নির্মাণ শুরু করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের মৌখিক অভিযোগের ভিত্তিতে রাতেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে কলেজের অধ্যক্ষ লিখিত অভিযোগ করেছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিবাদ নিরসনের চেষ্টা চলছে।’
শেরপুর উপজেলা পরিষদের পাশেই ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন বিটিসিএল অফিস। এর পূর্ব দিকের প্রাচীর ঘেঁষে বসানো হয়েছে অস্থায়ী কিছু ব্যবসাপ্রতিষ্ঠান। কয়েক মাস আগে একটি টিনের স্থাপনার সামনে যুবলীগের কার্যালয়ের একটি সাইনবোর্ড ঝোলানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার পর যুবলীগের নেতা কর্মীরা উপস্থিতিতে সেখানে ইট দিয়ে অফিস রুম তৈরির কাজ শুরু হয়। কিছুক্ষণ কাজ চলার পর পুলিশ এসে তা বন্ধ করে দেয়। আজ সকালে তারা আবারও কাজ শুরু করতে চাইলে পুলিশ আবারও বাধা দেয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘কলেজের পশ্চিম পার্শ্বে মহাসড়কসংলগ্ন জায়গাগুলো আমাদের। সেখানে কিছু লোক অস্থায়ীভাবে ব্যবসা করছেন। সেখানে স্থায়ী ঘর নির্মাণ করে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য কথাও হয়েছে। ইতিমধ্যে যুবলীগের লোকজন রাতের অন্ধকারে জায়গা দখলের চেষ্টা করছে। আমরা রাতেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
তবে যুবলীগ নেতাদের দাবি জায়গাটি শেরপুরের জমিদার পরিবারের কিরণবালা মুন্সীর। তাঁরা মালিকের মৌখিক সম্মতিতেই সেখানে অফিস ঘর তৈরি করছেন।
যুবলীগের শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বিশেষ মহলের ইন্ধনে পুলিশ আমাদের কাজে বাধা দিয়েছে। আমরা মালিকের কাছ থেকে জায়গা নিয়ে অফিস তৈরি করব।’
কিন্তু কিরণবালার নাতি জয় কিশোর মুন্সীর দাবি, কেউ এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেনি।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১২ আসনে (তেজগাঁও এলাকা) রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আসনে ‘তিন সাইফুলের’ উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল তৈরি করেছে। তাঁরা হলেন—দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনায় সর্বোচ্চ খরচের পরিকল্পনা করেছেন বিএনপির আলী আসগর লবী। আর জেলায় সবচেয়ে কম বাজেট একই দলের আরেক প্রার্থী রকিবুল ইসলাম বকুলের। হলফনামায় ছয়টি আসনের প্রার্থীদের অধিকাংশই নিজস্ব আয়ের পাশাপাশি স্বজনদের কাছ থেকে ধার ও অনুদান নিয়ে এই ব্যয় মেটানোর কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা করা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ এবং বিএনপির মামলায় ২১৭ জনকে আসামি করা হয়। গত শনিবার রাতে জামায়াত নেতা হেজবুল্লাহ এবং বিএনপির কর্মী কামাল হোসেন বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দুটি করেন।
২ ঘণ্টা আগে
পাশাপাশি দুটি জনগোষ্ঠীর বসবাস। দূরত্ব বলতে সর্বোচ্চ ২০০ মিটার হবে। মাঝখানে বয়ে চলা ছোট একটি ছড়া, যা পৃথক করেছে চা-শ্রমিক ও খাসিয়া জনগোষ্ঠীর আবাসস্থলকে। কাছাকাছি এলাকায় বসবাস হলেও মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডবলছড়া খাসিয়াপুঞ্জি ও ডবলছড়া বা সুনছড়া চা-বাগানের শ্রমিকদের জীবনমানে ব্যাপক ফারাক।
৩ ঘণ্টা আগে