নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ভোলায় নৌ পুলিশের ওপর হামলা মামলায় ২০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বোরহানউদ্দিনের সুধারামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৯ অক্টোবর বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে নৌ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উপজেলার মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের ৯ অক্টোবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে যান। এ সময় সুধারামপুর গ্রামের একটি খালের বেড়িবাঁধে পৌঁছায় দলটি।’
হুমায়ুন বলেন, বেড়িবাঁধে ফেলে রাখা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় তুলতে যান পুলিশ সদস্যরা। একপর্যায়ে ৬০-৭০ জন জেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা করেন। পুলিশের নৌযানে থাকা এক লাখ মিটার জাল নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। জালের তৎকালীন বাজারমূল্য ৩০ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই দিনই মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে ভোলায় নৌ পুলিশের ওপর হামলা মামলায় ২০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বোরহানউদ্দিনের সুধারামপুর গ্রামে এক সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ৯ অক্টোবর বোরহানউদ্দিনে মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার অভিযান চলাকালে নৌ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে উপজেলার মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলায় গত বছরের ৯ অক্টোবর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল মেঘনা নদীতে যান। এ সময় সুধারামপুর গ্রামের একটি খালের বেড়িবাঁধে পৌঁছায় দলটি।’
হুমায়ুন বলেন, বেড়িবাঁধে ফেলে রাখা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশ নৌকায় তুলতে যান পুলিশ সদস্যরা। একপর্যায়ে ৬০-৭০ জন জেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে হামলা করেন। পুলিশের নৌযানে থাকা এক লাখ মিটার জাল নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা। জালের তৎকালীন বাজারমূল্য ৩০ লাখ টাকা।
অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ওই দিনই মির্জাকালু পুলিশ তদন্তকেন্দ্রের এসআই তাপস কুমার বাদী হয়ে ১৪ জনের নাম এবং ৬০-৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। সেই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
৩ ঘণ্টা আগে