আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাদা পোশাকে অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এ ঘটনায় পাল্টা অভিযানে একজন নিহত ও অন্তত চারজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, র্যাব সদস্যরা হামলার মুখে আত্মরক্ষার্থে লাঠিপেটা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সিয়াম মোল্লা (২২) ও রাকিব মোল্লা নামে দুজন গুলিবিদ্ধ হন। র্যাবের লাঠির আঘাতে আরও দুজন আহত হন। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাঁরা দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
মোহনকাঠী গ্রামের এক মোটরসাইকেল চালক জানান, সিয়ামকে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন অপরিচিত ব্যক্তি একটি ইজিবাইক থেকে নামিয়ে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন ছিল।’
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করছেন।’
র্যাব-৮ এর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সন্ধ্যায় সাদা পোশাকে অভিযান চালাতে গেলে মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে হামলা চালিয়ে গুলিবর্ষণ করে। এ ঘটনায় পাল্টা অভিযানে একজন নিহত ও অন্তত চারজন আহত হন।
স্থানীয় সূত্র জানায়, র্যাব সদস্যরা হামলার মুখে আত্মরক্ষার্থে লাঠিপেটা করে। এ সময় মাদক ব্যবসায়ীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সিয়াম মোল্লা (২২) ও রাকিব মোল্লা নামে দুজন গুলিবিদ্ধ হন। র্যাবের লাঠির আঘাতে আরও দুজন আহত হন। আহতদের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন। রাকিবকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত সিয়াম মোল্লা উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে। আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তাঁরা দুজনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
মোহনকাঠী গ্রামের এক মোটরসাইকেল চালক জানান, সিয়ামকে গুলিবিদ্ধ অবস্থায় কয়েকজন অপরিচিত ব্যক্তি একটি ইজিবাইক থেকে নামিয়ে তাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জাকিয়া রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই সিয়ামের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন ছিল।’
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় র্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করছেন।’
র্যাব-৮ এর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১৭ মিনিট আগে
দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
৪৩ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে