নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে কামাল হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত আরও চারজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বরিশাল নগরীর কাশীপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন কাশীপুর এলাকার এস্কান্দার সরদারের ছেলে। তিনি কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতা ছিলেন। হামলাকারী সোহেল রানা কাশীপুর বাজারে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। গণপিটুনিতে আহত রানাকে আহতাবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রানাকে আটক করা হয়েছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা সিন্ডিকেট করে স্বাভাবিক বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দামে সবজি বিক্রি করেন। রানা সড়কে ভ্যানগাড়িতে হ্যান্ডমাইকে অনেক কম দামে সবজি বিক্রি করে আসছিলের। এতে বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। শনিবার সকালে স্থায়ী সবজি বিক্রেতারা কাঁচা মরিচ বিক্রি করছিলেন ৩০০ টাকা কেজি দরে। রানা সড়কে ভ্যানগাড়িতে ১২০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থায়ী চার-পাঁচজন সবজি বিক্রেতা এসে তর্কাতর্কির একপর্যায়ে রানাকে মারধর শুরু করেন। রানা তখন ভ্যানগাড়িতে থাকা চাকু বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাছ বিক্রেতা শহীদ হাওলাদার বলেন, কামাল হোসেনের বুকে ছুরির কোপ লাগে। তাঁকেসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী রানাকে গণধোলাই দেওয়া হয়েছে।

বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে কামাল হোসেন (৩০) নামের একজন নিহত হয়েছেন। আহত আরও চারজনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টায় বরিশাল নগরীর কাশীপুর বাজারে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন কাশীপুর এলাকার এস্কান্দার সরদারের ছেলে। তিনি কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতা ছিলেন। হামলাকারী সোহেল রানা কাশীপুর বাজারে ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন। গণপিটুনিতে আহত রানাকে আহতাবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
বরিশাল বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রানাকে আটক করা হয়েছে। তাঁকেও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশীপুর বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা সিন্ডিকেট করে স্বাভাবিক বাজারদরের চেয়ে কয়েক গুণ বেশি দামে সবজি বিক্রি করেন। রানা সড়কে ভ্যানগাড়িতে হ্যান্ডমাইকে অনেক কম দামে সবজি বিক্রি করে আসছিলের। এতে বাজারের স্থায়ী সবজি বিক্রেতারা তাঁর ওপর ক্ষিপ্ত ছিলেন। শনিবার সকালে স্থায়ী সবজি বিক্রেতারা কাঁচা মরিচ বিক্রি করছিলেন ৩০০ টাকা কেজি দরে। রানা সড়কে ভ্যানগাড়িতে ১২০ টাকা কেজিতে বিক্রি করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে স্থায়ী চার-পাঁচজন সবজি বিক্রেতা এসে তর্কাতর্কির একপর্যায়ে রানাকে মারধর শুরু করেন। রানা তখন ভ্যানগাড়িতে থাকা চাকু বের করে এলোপাতাড়ি কোপাতে থাকেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মাছ বিক্রেতা শহীদ হাওলাদার বলেন, কামাল হোসেনের বুকে ছুরির কোপ লাগে। তাঁকেসহ অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। হামলাকারী রানাকে গণধোলাই দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্দা সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে দেশীয় অস্ত্র ছোরা, চাপাতি ও রড উদ্ধার করা হয়।
৩ মিনিট আগে
ভারতের জৈনপুরী পীরের নসিহতে ১৯৬৯ সাল থেকে নির্বাচনবিমুখ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের নারীরা। তবে জনপ্রতিনিধিদের প্রত্যাশা, বিগত বছরের তুলনায় এ বছর নারী ভোটারের সংখ্যা বাড়বে।
২৬ মিনিট আগে
মাত্র দেড় লাখ টাকার এনজিও ঋণের জামিনদার হওয়াকে কেন্দ্র করে ঢাকার কেরানীগঞ্জে মা ও মেয়ের নিখোঁজের ২১ দিন পর তাদের অর্ধগলিত মরদেহ উদ্ধারের লোমহর্ষক রহস্য উন্মোচন করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জ থেকে ভোলার মনপুরায় এসে এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। তাকে জিম্মি করে একদল দুষ্কৃতকারী তার ওপর পাশবিক নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে