গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১৯ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৪ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে