গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

নিজ ঘরের শোকেসের ভেতর বোমা লুকিয়ে রেখেছিলেন কবির মৃধা ওরফে বোমা কবির (৪০)। কিন্তু সেই বোমার বিস্ফোরণেই উড়ে গেছে তাঁর টিনের ঘর ও আসবাবপত্র। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামে আজ সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, লুকিয়ে রাখা বোমা গরমে বিস্ফোরিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্রি গ্রামের মোহাম্মদ মৃধার ছেলে কবির মৃধা (৪০) ওরফে বোমা কবির। তাঁর বসতঘরে দুপুর পৌনে ৩টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরিত হয়। এ সময় ঘরের লোকজন ও গ্রামের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রত্যক্ষদর্শী কবিরের বড় ভাই আয়নাল মৃধার স্ত্রী রুনা বেগম বলেন, ‘ঘরের সামনের বারান্দার শোকেসের মধ্যে বিকট শব্দে কতগুলো বোমা একত্রে বিস্ফোরিত হয়। এরপর পরিবারের সদস্যরা আতঙ্কে কান্না করতে করতে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকে। আমি প্রাণভয়ে খাটের নিচে আশ্রয় নিই। বোমার আঘাতে শোকেসটি ছিন্নভিন্ন হয়ে গেছে। এ ছাড়া ঘরের আসবাবপত্র তছনছ হয়ে গেছে এবং বেড়ার টিন উড়ে গেছে।’
পুলিশ জানায়, খবর পেয়ে দুপুর সাড়ে তিনটার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বসতঘরটি ঘিরে রেখেছে। এরপর বোমা বিশেষজ্ঞ দল আসার পর বসতঘরে ঢুকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর কবির মৃধা ওরফে বোমা কবির, তাঁর স্ত্রী সানজিদা আক্তার ও কন্যাশিশুকে নিয়ে আত্মগোপনে রয়েছে।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বোমা বিস্ফোরিত হওয়ার সত্যতা স্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বসতঘরের মধ্যে সংরক্ষণ করা বোমা বিস্ফোরিত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে