
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভোলা চরফ্যাশনের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে ঢালচর, চর পাতিলা, চর নিজাম এলাকা ইতিমধ্যেই কোমর পানিতে ডুবে গেছে। আজ সোমবার সকাল থেকে টানা ঝড় বৃষ্টির কারণে ঘরবন্দী হয়ে রয়েছে এসব এলাকার মানুষজন। তবে এসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান।
ইউএনও জানান, বন্যা দুর্গতদের জন্য ১৫৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিস্থিত সম্পর্কে জানতে যোগাযোগ করে আজকের পত্রিকার এ প্রতিনিধি। এ বিষয়ে চর কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন আজকের পত্রিকাকে বলেন, ‘চর পাতিলার প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দী হয়ে পরেছে। রেডক্রিসেন্ট সদস্যরা মাইকিং করে নিরাপদে তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলছেন, কিন্তু তারা ঘরবাড়ি ছেড়ে যেতে নারাজ।’
ঢালচর ইউপি চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান, তার ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছে। পানিবন্দী হয়ে আশ্রয়কেন্দ্রে যেতে পারছে না নৌযানের অভাবে। বৈরী আবহাওয়ায় কোনো নৌ–যান পাওয়া যাচ্ছে না।
জানতে চাইলে চরফ্যাশনে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) কর্মকর্তা মেজবাহুর রশিদ বলেন, ‘চরফ্যাশন উপজেলাতে আমাদের ৩ হাজার ৩০০ স্বেচ্ছাসেবক রয়েছে। তারা বিচ্ছিন্ন চরগুলো থেকে বন্যা দুর্গতদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কাজ করছে।’
সার্বিক বিষয়ে জানতে চাইলে ইউএনও আল নোমান বলেন, ‘উপজেলা প্রশাসন থেকে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি আমরা কম ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে এর প্রভাব কাটিয়ে উঠতে পারব। আজ রাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা রয়েছে। আমাদের ১৫৮টি সাইক্লোন শেল্টার আছে। এগুলো খুলে রাখা হয়েছে। শুকনো খাবার এবং অন্যান্য খাদ্য সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’
ইউএনও আরও বলেন, ‘এখন ৭ নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করবেন। ঢালচর এবং কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট বিচ্ছিন্ন চরে অবস্থান করছেন। বন্যা দুর্গতদের ফিরিয়ে আনার বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে