Ajker Patrika

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০১ আগস্ট ২০২২, ২০: ৩৯
স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

ভোলায় পুলিশের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমকে গুলি করে হত্যার প্রতিবাদে বরিশাল নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ সোমবার বেলা ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ ও সমাবেশ করেছে। 

এ সময় বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবদুল মালেকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান পিন্টু। 

এতে আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জনি, সাংগঠনিক সম্পাদক জাবের আব্দুল্লাহ সাদি, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল শাহিন, মিজানুর রহমান বাপ্পি, নিজামুল হক নাদিম, রোকনুজ্জামান রোকন মোল্লা প্রমুখ। এর আগে বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা নগরে বিক্ষোভ মিছিল বের করে দলীয় কার্যালয়ে পৌঁছান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত