নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানের পরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার পর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সভা শেষে এ ঘটনা ঘটে।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক উপস্থিত অন্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন।
সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কিছু শিক্ষার্থী তাঁকে ঘিরে ধরেন। তাঁর গাড়ি আটকে দেন। এরপর আবার তাঁকে নিয়ে যাওয়া হয় সভাকক্ষে।
এ সময় মিলনায়তনে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি পক্ষ। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। প্রায় আধা ঘণ্টা এমন পরিস্থিতি চলার পর আবারও সভাস্থল ত্যাগ করার চেষ্টা করেন নাহিদ। তখন নাহিদ ইসলামকে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশে রওনা করিয়ে দেন এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক সুলাইমা জান্নাত সিফা বলেন, ‘তারা আমার গায়ে হাত দিয়েছে। আমি এর বিচার চাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ, ওয়াহেদ ও ইয়াছিনের পদত্যাগ চাই। ইয়াছিন সংগঠনে থাকলে মেয়েরা আরও আক্রান্ত হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নাহিদ ভাইয়ের কর্মসূচি শেষে যা হয়েছে, তা অভ্যন্তরীণ কোন্দল। আসলে অবরুদ্ধ করার ঘটনা ঘটেনি।’

এনসিপির বরিশালের কর্মসূচি সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু মুসা বলেন, ‘ছোট ছোট ছেলেরা হঠাৎ সভায় গ্যাঞ্জাম করেছে। কোথা থেকে এসেছে তারা, তা শনাক্ত করতে পারিনি। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

বরিশালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে ইফতার অনুষ্ঠানের পরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যার পর বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এনসিপির সভা শেষে এ ঘটনা ঘটে।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেত্রীকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে তাৎক্ষণিক উপস্থিত অন্যরা তাদের শান্ত করার চেষ্টা করেন।
সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কিছু শিক্ষার্থী তাঁকে ঘিরে ধরেন। তাঁর গাড়ি আটকে দেন। এরপর আবার তাঁকে নিয়ে যাওয়া হয় সভাকক্ষে।
এ সময় মিলনায়তনে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি পক্ষ। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। প্রায় আধা ঘণ্টা এমন পরিস্থিতি চলার পর আবারও সভাস্থল ত্যাগ করার চেষ্টা করেন নাহিদ। তখন নাহিদ ইসলামকে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশে রওনা করিয়ে দেন এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক সুলাইমা জান্নাত সিফা বলেন, ‘তারা আমার গায়ে হাত দিয়েছে। আমি এর বিচার চাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহেদ, ওয়াহেদ ও ইয়াছিনের পদত্যাগ চাই। ইয়াছিন সংগঠনে থাকলে মেয়েরা আরও আক্রান্ত হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার আহ্বায়ক সাব্বির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নাহিদ ভাইয়ের কর্মসূচি শেষে যা হয়েছে, তা অভ্যন্তরীণ কোন্দল। আসলে অবরুদ্ধ করার ঘটনা ঘটেনি।’

এনসিপির বরিশালের কর্মসূচি সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু মুসা বলেন, ‘ছোট ছোট ছেলেরা হঠাৎ সভায় গ্যাঞ্জাম করেছে। কোথা থেকে এসেছে তারা, তা শনাক্ত করতে পারিনি। তাদের শনাক্তের চেষ্টা চলছে।’

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
৬ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৪ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৩৭ মিনিট আগে