Ajker Patrika

ভোলায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

প্রতিনিধি, ভোলা
ভোলায় করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

ভোলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি ভোলা সদর উপজেলায়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬৮ জনে। এদের মধ্যে ভোলা সদরে ৫৪ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ২ জন, লালমোহনে ৪ জন, চরফ্যাশনে ৩ জন ও মনপুরায় ১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ রোববার ভোলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ভোলায় ২৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৭০৩ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬১ জন, দৌলতখানে ৮ জন, বোরহানউদ্দিনে ৪ জন, লালমোহনে ৯ জন ও মনপুরায় ৩ জন পজিটিভ রয়েছে। করোনায় এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ হাজার ২৪১ জন।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার কে এম শফিকুজ্জামান বলেন, ভোলার অনেক মানুষ মাস্ক পরে না। এ ছাড়া করোনা সংক্রমণ রোগীরা লক্ষ্মণ গোপন করে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও হচ্ছে। যারা করোনায় আক্রান্ত তারা কোয়ারেন্টিনে না থেকে তার আগেই বের হয়ে যাচ্ছে। করোনা থেকে রক্ষা পেতে হলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে। সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। প্রচারণা বাড়াতে হবে। ইউনিয়ন কমিটির নিয়মিত মনিটরিং করতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, মসজিদের ইমাম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত