নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।
নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।
আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।
উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।
উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।

বরিশালে ফার্মেসি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার করেছেন। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির (বিসিডিএ) বরিশাল কার্যালয় ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের আশ্বাস দিলে তাঁরা ধর্মঘট তুলে নেন।
আজ রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরের টাউন হলের সামনে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁরা। এর আগে বিকেল থেকেই নগরে ৬ সহস্রাধিক ফার্মেসি বন্ধ করে দেওয়া হয়।
নগরের ফার্মেসি মালিক রেজাউল ইসলাম খান রাজু বলেন, তাঁদের পুলিশ কমিশনার কার্যালয়ে রাতে ডাকা হয়। সেখানে পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বিপিএম (বার) তাঁদের আশ্বাস দেন রাতের মধ্যে ইকবালকে গ্রেপ্তার করবে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
রেজাউল ইসলাম খান রাজু আরও বলেন, এমন আশ্বাসে জনগণের কথা বিবেচনা করে তাঁরা রাত সাড়ে ৮টার দিকে ধর্মঘট প্রত্যাহার করেছেন। তাঁদের দাবি পূরণ না হলে ফের কর্মসূচি দেবেন।
আজ সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের সামনে গিয়ে দেখা যায়, সেখানকার দেড় শতাধিক ফার্মেসি বন্ধ। কথা হয় নলছিটি থেকে আসা এক রোগীর স্বজন মেহেদী হাসানের সঙ্গে। তিনি বলেন, স্যালাইন নিতে এসেছিলেন। কিন্তু ফার্মেসি বন্ধ।
উজ্জল মিস্ত্রী নামক অপর একজন বলেন, ওষুধ কিনতে এসে পাননি।
উল্লেখ্য, আজ রোববার ভোরে নগরের কালিবাড়ী রোডের মুখে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ব্যবসায়ীদের অভিযোগ, প্রিন্টিং মালিক ইকবাল আজম খানের নির্দেশে এ হামলা চালানো হয়। তাঁকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ওষুধ ব্যবসায়ীরা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
১১ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
২৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
১ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
১ ঘণ্টা আগে