নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ২৮৮টি প্লটের লটারি গ্রহণ এবং মাস্টার প্ল্যান ও নকশা প্রকাশে আইনের ব্যত্যয় ঘটায় বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্টের যৌথ বেঞ্চ গত ২৯ আগস্ট এ আদেশ দেন। প্রকল্প সংলগ্ন ৬ জন ভুক্তভোগীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ৬ জন ভুক্তভোগীর রিট দায়েরের কারণে হাইকোর্টের যৌথ বেঞ্চ গত বছরের ৮ মার্চ বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ৪ জনের ওপর রুল জারি করেন। রুলে প্রকল্প গ্রহণে মাস্টার প্ল্যান, ডিজাইন এবং স্থানীয়দের অবগত করার ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়।
কিন্তু এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় বিচারপতি জাফর আহমেদ এবং মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ ফের চলতি বছরের ২৯ মার্চ আর একটি রুল জারি করে প্লট বরাদ্দে লটারি গ্রহণ কেন আইন অনুযায়ী করা হয়নি তা বিসিসির কাছে জানতে চান। করপোরেশন তাতেও কর্ণপাত না করায় একই বেঞ্চ এর বিচারপতিগণ গত ২৯ আগস্ট পূর্বের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
রিট আবেদনকারীদের একজন দেলোয়ার হোসাইন বলেন, আদালতের আদেশ অমান্য করে সিটি করপোরেশন প্রকল্পের কাজ চলমান রাখলে তারা ২ বার হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চান। সবশেষ ওই রিটের বিপরীতে আদালত কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
স্থানীয় ভুক্তভোগী শাজাহান সিরাজ বলেন, কাউনিয়া আবাসিক প্রকল্প-২ দুটি ভাগে বিভক্ত। একাংশ আরজুমনি স্কুলের পাশে প্রায় ৮ একর এবং অপর পাশ কাউনিয়া স্কুলের প্রায় ৩ একর। মোট ১১ একর জমিতে ২৮৮টি প্লট করে সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাদ্দ দিয়েছেন। কিন্তু ষাটের দশকে এই জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করে, প্লট বরাদ্দকালে তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং প্লটগুলো মুখচেনা লোকদের অনিয়ম করে বরাদ্দ দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তবে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন বলেন, ‘কাউনিয়া আবাসিক প্রকল্পের বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থার কোনো আদেশ তিনি পাননি। প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। সেখানে কার্যক্রম চলমান রয়েছে।’
এ ব্যাপারে বিসিসির নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশ সবারই মানতে হবে। আবাসিক প্রকল্পটির জমি অধিগ্রহণ এবং বণ্টনে অনিয়ম হয়েছে কি না তা তিনি দায়িত্ব গ্রহণের পর খতিয়ে দেখবেন। মেয়র বলেন, নিয়ম অনুযায়ী যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে প্লট বরাদ্দে তাদের অগ্রাধিকার দিতে হবে। নগরবাসী এ ক্ষেত্রে যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ২৮৮টি প্লটের লটারি গ্রহণ এবং মাস্টার প্ল্যান ও নকশা প্রকাশে আইনের ব্যত্যয় ঘটায় বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্টের যৌথ বেঞ্চ গত ২৯ আগস্ট এ আদেশ দেন। প্রকল্প সংলগ্ন ৬ জন ভুক্তভোগীর দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজ শুক্রবার আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ৬ জন ভুক্তভোগীর রিট দায়েরের কারণে হাইকোর্টের যৌথ বেঞ্চ গত বছরের ৮ মার্চ বরিশাল সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলীসহ ৪ জনের ওপর রুল জারি করেন। রুলে প্রকল্প গ্রহণে মাস্টার প্ল্যান, ডিজাইন এবং স্থানীয়দের অবগত করার ক্ষেত্রে ব্যত্যয় হয়েছে বলে উল্লেখ করা হয়।
কিন্তু এরপরও তারা কাজ চালিয়ে যাওয়ায় বিচারপতি জাফর আহমেদ এবং মো. বশির উল্লাহর দ্বৈত বেঞ্চ ফের চলতি বছরের ২৯ মার্চ আর একটি রুল জারি করে প্লট বরাদ্দে লটারি গ্রহণ কেন আইন অনুযায়ী করা হয়নি তা বিসিসির কাছে জানতে চান। করপোরেশন তাতেও কর্ণপাত না করায় একই বেঞ্চ এর বিচারপতিগণ গত ২৯ আগস্ট পূর্বের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
রিট আবেদনকারীদের একজন দেলোয়ার হোসাইন বলেন, আদালতের আদেশ অমান্য করে সিটি করপোরেশন প্রকল্পের কাজ চলমান রাখলে তারা ২ বার হাইকোর্টের দ্বারস্থ হয়ে ন্যায় বিচার চান। সবশেষ ওই রিটের বিপরীতে আদালত কাউনিয়া আবাসিক প্রকল্পের সব ধরনের কার্যক্রমের ওপর স্থিতাবস্থা জারি করেছেন।
স্থানীয় ভুক্তভোগী শাজাহান সিরাজ বলেন, কাউনিয়া আবাসিক প্রকল্প-২ দুটি ভাগে বিভক্ত। একাংশ আরজুমনি স্কুলের পাশে প্রায় ৮ একর এবং অপর পাশ কাউনিয়া স্কুলের প্রায় ৩ একর। মোট ১১ একর জমিতে ২৮৮টি প্লট করে সিটি করপোরেশনের বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বরাদ্দ দিয়েছেন। কিন্তু ষাটের দশকে এই জমি যাদের কাছ থেকে অধিগ্রহণ করে, প্লট বরাদ্দকালে তাদের অগ্রাধিকার দেওয়া হয়নি। বরং প্লটগুলো মুখচেনা লোকদের অনিয়ম করে বরাদ্দ দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
তবে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. ফারুক হোসেন বলেন, ‘কাউনিয়া আবাসিক প্রকল্পের বিষয়ে হাইকোর্টের স্থিতাবস্থার কোনো আদেশ তিনি পাননি। প্লট ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে। সেখানে কার্যক্রম চলমান রয়েছে।’
এ ব্যাপারে বিসিসির নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের আদেশ সবারই মানতে হবে। আবাসিক প্রকল্পটির জমি অধিগ্রহণ এবং বণ্টনে অনিয়ম হয়েছে কি না তা তিনি দায়িত্ব গ্রহণের পর খতিয়ে দেখবেন। মেয়র বলেন, নিয়ম অনুযায়ী যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে প্লট বরাদ্দে তাদের অগ্রাধিকার দিতে হবে। নগরবাসী এ ক্ষেত্রে যেন প্রতারিত না হয় সেদিকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।’

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বজলুর রহমান (৬০) ওই গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের (২৫) পলাতক রয়েছেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় তিতাস গ্যাসের লাইনে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এপেক্স ফার্মা কারখানার সামনে গ্যাস লিকেজ থেকে আগুন জ্বলে উঠলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৩৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নূর কামাল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ডাকাত দলের দুই পক্ষের মধ্যে এ গোলাগুলি হয়। নিহত নূর কামাল নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের...
৩৯ মিনিট আগে
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মমিন বলেন, সালেহা বেগম গোলাপশাহ মাজার এলাকায় ভাসমান থাকতেন। সকালে মাজারের কাছে রাস্তা পারাপারের সময় দোহার-নবাবগঞ্জ এক্সপ্রেস বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বেলা পৌনে ১টার দিকে চিকিৎসক....
২ ঘণ্টা আগে