পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর সভাপতির পদ না পেয়ে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক টাকা ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণ পরই কমিটিগুলো স্থগিত করা হয়।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু গতকাল সোমবার রাতে কমিটি ঘোষণার পর পদ না পেয়ে টাকাভর্তি বাজারের ব্যাগের একটি ছবি ফেসবুকে পোস্ট করে টাকা ফেরত চেয়েছেন আশিক। তিনি দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ওই পদ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ঘরানার নেতা হিসেবে পরিচিত।
গতকাল রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর রাত ১১টা ৪০ মিনিটে আশিক তালুকদার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নাইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এরপর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জরুরি সিদ্ধান্তে’ তিনটি কমিটিই স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আগের কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তাই সভাপতি ক্যান্ডিডেট হতে চাইনি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি ৫ হাজার টাকা করেও নিয়েছেন। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। তাঁর এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছেন।’
আশিক তালুকদার দাবি করেন, ‘সর্বশেষ কোরবানির চার-পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলেন, “কমিটি দেওয়া হবে, কী করলি।” আমার কাছে তিনি ২০ লাখ টাকা চাইলে আমি বলি, ভাই, এত টাকা কীভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে তিনি আমার কাছ থেকে টাকা নেন।’
আশিক তালুকদার বলেন, ‘১৫ লাখ টাকার মধ্যে ৫০০ টাকার বান্ডিল ছিল ১২টা। ৫০০ এবং ১ হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল ১ লাখ টাকা এবং বাকিগুলো ছিল ১ হাজার টাকার বান্ডিল।’
এদিকে ফেসবুকে টাকাভর্তি ব্যাগের ছবি পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলে অভিযোগ করেন আশিক।
আজ মঙ্গলবার সকালে আশিক তালুকদার তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন। পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল, তাই সকালে আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। কিন্তু কারও চাপে পড়ে সরাইনি।’
তবে শুধু আশিক তালুকদার নন, উপজেলার পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব তালুকদার বলেন, ‘কী আর বলব, কমিটি নিয়ে টাকার প্রতিযোগিতা গেছে এই দুই দিন। কেউ জমি বিক্রি করে টাকা দিছে, কেউ ঘরের স্বর্ণ বন্ধক রেখে টাকা দিছে। এ ঘটনা সত্য, এগুলো এখন সবার মুখে মুখে।’
এ বিষয়ে জানতে গত রাত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘এ রকম অভিযোগ গত কমিটিতেও হয়েছে। তখন আরও বেশি টাকা দিয়েছে। তবে আমি কোনো টাকা দেই নাই, যোগ্যতার ভিত্তিতে কমিটি পেয়েছি। অন্যদের কথা জানি না।’

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর সভাপতির পদ না পেয়ে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক টাকা ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণ পরই কমিটিগুলো স্থগিত করা হয়।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু গতকাল সোমবার রাতে কমিটি ঘোষণার পর পদ না পেয়ে টাকাভর্তি বাজারের ব্যাগের একটি ছবি ফেসবুকে পোস্ট করে টাকা ফেরত চেয়েছেন আশিক। তিনি দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ওই পদ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ঘরানার নেতা হিসেবে পরিচিত।
গতকাল রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর রাত ১১টা ৪০ মিনিটে আশিক তালুকদার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নাইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এরপর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জরুরি সিদ্ধান্তে’ তিনটি কমিটিই স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আগের কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তাই সভাপতি ক্যান্ডিডেট হতে চাইনি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি ৫ হাজার টাকা করেও নিয়েছেন। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। তাঁর এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছেন।’
আশিক তালুকদার দাবি করেন, ‘সর্বশেষ কোরবানির চার-পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলেন, “কমিটি দেওয়া হবে, কী করলি।” আমার কাছে তিনি ২০ লাখ টাকা চাইলে আমি বলি, ভাই, এত টাকা কীভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে তিনি আমার কাছ থেকে টাকা নেন।’
আশিক তালুকদার বলেন, ‘১৫ লাখ টাকার মধ্যে ৫০০ টাকার বান্ডিল ছিল ১২টা। ৫০০ এবং ১ হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল ১ লাখ টাকা এবং বাকিগুলো ছিল ১ হাজার টাকার বান্ডিল।’
এদিকে ফেসবুকে টাকাভর্তি ব্যাগের ছবি পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলে অভিযোগ করেন আশিক।
আজ মঙ্গলবার সকালে আশিক তালুকদার তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন। পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল, তাই সকালে আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। কিন্তু কারও চাপে পড়ে সরাইনি।’
তবে শুধু আশিক তালুকদার নন, উপজেলার পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব তালুকদার বলেন, ‘কী আর বলব, কমিটি নিয়ে টাকার প্রতিযোগিতা গেছে এই দুই দিন। কেউ জমি বিক্রি করে টাকা দিছে, কেউ ঘরের স্বর্ণ বন্ধক রেখে টাকা দিছে। এ ঘটনা সত্য, এগুলো এখন সবার মুখে মুখে।’
এ বিষয়ে জানতে গত রাত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘এ রকম অভিযোগ গত কমিটিতেও হয়েছে। তখন আরও বেশি টাকা দিয়েছে। তবে আমি কোনো টাকা দেই নাই, যোগ্যতার ভিত্তিতে কমিটি পেয়েছি। অন্যদের কথা জানি না।’

বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে দুটি প্রভাবশালী পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবর।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১৬ হাজার ১৫৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৩৪ শতাংশ। এ ছাড়া শিক্ষা অনুষদভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের ফলও প্রকাশিত হয়েছে।
৪৩ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে ভারতের সীমান্তবর্তী ইছামতী নদীর বাংলাদেশ অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি এই তথ্য নিশ্চিত করেছে। জুয়েল রানা ওই গ্রামের আনারুল হকের ছেলে। জুয়েল মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে বিজিবি জানায়।
১ ঘণ্টা আগে
রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুছাব্বিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের মর্গে আজ বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত হয়।
২ ঘণ্টা আগে