
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা, পৌরসভা ও সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার এক ঘণ্টা পরই স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর সভাপতির পদ না পেয়ে উপজেলা ছাত্রলীগের আগের কমিটির সাধারণ সম্পাদক টাকা ফেরত চেয়ে ফেসবুকে পোস্ট দেন। কিছুক্ষণ পরই কমিটিগুলো স্থগিত করা হয়।
জানা গেছে, জেলার কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিক তালুকদার নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী ছিলেন। কিন্তু গতকাল সোমবার রাতে কমিটি ঘোষণার পর পদ না পেয়ে টাকাভর্তি বাজারের ব্যাগের একটি ছবি ফেসবুকে পোস্ট করে টাকা ফেরত চেয়েছেন আশিক। তিনি দাবি করেন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ওই পদ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ১৫ লাখ টাকা নিয়েছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি ঘরানার নেতা হিসেবে পরিচিত।
গতকাল রাত ১১টার দিকে কমিটি ঘোষণার পর রাত ১১টা ৪০ মিনিটে আশিক তালুকদার ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি, যে টাকাগুলো নিয়েছেন ফেরত দেন। নাইলে গণভবনে যাব বাকি ডকুমেন্ট নিয়ে।’ এরপর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জরুরি সিদ্ধান্তে’ তিনটি কমিটিই স্থগিত করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আগের কমিটির উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিক তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যেহেতু সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি, তাই সভাপতি ক্যান্ডিডেট হতে চাইনি। এরপরও জেলা সভাপতি সাইফুল ইসলাম আমাকে ক্যান্ডিডেট হতে বলেন। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অজুহাতে ২০ হাজার, ৩০ হাজার এমনকি ৫ হাজার টাকা করেও নিয়েছেন। ধাপে ধাপে আমার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন তিনি। তাঁর এক খালাতো ভাইয়ের মাধ্যমেও টাকা নিয়েছেন।’
আশিক তালুকদার দাবি করেন, ‘সর্বশেষ কোরবানির চার-পাঁচ দিন আগে আমাকে ফোন করে বলেন, “কমিটি দেওয়া হবে, কী করলি।” আমার কাছে তিনি ২০ লাখ টাকা চাইলে আমি বলি, ভাই, এত টাকা কীভাবে দিব। পরে আমি তাকে ১৫ লাখ টাকা দেই। পটুয়াখালী নেছারিয়া মাদ্রাসার দিকে যেতে হাতের ডানে খান মোশারেফ হোসেনের বাসার সিঁড়িতে বসে তিনি আমার কাছ থেকে টাকা নেন।’
আশিক তালুকদার বলেন, ‘১৫ লাখ টাকার মধ্যে ৫০০ টাকার বান্ডিল ছিল ১২টা। ৫০০ এবং ১ হাজার টাকার মিলিয়ে একটি বান্ডিলে ছিল ১ লাখ টাকা এবং বাকিগুলো ছিল ১ হাজার টাকার বান্ডিল।’
এদিকে ফেসবুকে টাকাভর্তি ব্যাগের ছবি পোস্ট করায় জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহানুর রহমান সুজন মোবাইল ফোনে পোস্ট ডিলিট করতে হুমকি দেন বলে অভিযোগ করেন আশিক।
আজ মঙ্গলবার সকালে আশিক তালুকদার তাঁর ফেসবুক পোস্টটি সরিয়ে ফেলেছেন। পোস্টটি সরিয়ে নেওয়ার কারণ জানতে চাইলে আশিক বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছিল, তাই সকালে আমি পোস্টটি সরিয়ে ফেলেছি। কিন্তু কারও চাপে পড়ে সরাইনি।’
তবে শুধু আশিক তালুকদার নন, উপজেলার পদপ্রত্যাশী বিভিন্ন পর্যায়ের নেতার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে উপজেলা আওয়ামী লীগ। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোতালেব তালুকদার বলেন, ‘কী আর বলব, কমিটি নিয়ে টাকার প্রতিযোগিতা গেছে এই দুই দিন। কেউ জমি বিক্রি করে টাকা দিছে, কেউ ঘরের স্বর্ণ বন্ধক রেখে টাকা দিছে। এ ঘটনা সত্য, এগুলো এখন সবার মুখে মুখে।’
এ বিষয়ে জানতে গত রাত থেকে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান আরিফের মোবাইলে ফোন করলে তিনি রিসিভ করেননি।
তবে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘এ রকম অভিযোগ গত কমিটিতেও হয়েছে। তখন আরও বেশি টাকা দিয়েছে। তবে আমি কোনো টাকা দেই নাই, যোগ্যতার ভিত্তিতে কমিটি পেয়েছি। অন্যদের কথা জানি না।’

বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে বিধিনিষেধ, ভিসায় কড়াকড়ি, নানা শর্ত আরোপ আর ভ্রমণ কর বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে বেনাপোল স্থলবন্দরে। এক বছরের ব্যবধানে এই বন্দর দিয়ে ভারতগামী ও প্রত্যাবর্তনকারী পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা কমেছে ১৩ লাখ ৫০ হাজারের বেশি।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২ ঘণ্টা আগে