Ajker Patrika

বরিশালে ২৬ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গ্রেপ্তার আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদ। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদ। ছবি: সংগৃহীত

চুক্তিতে মানুষ কুপিয়ে হত্যা, আহতসহ ২৬ মামলার আসামি আকাশ হাওলাদার ওরফে কালা মাসুদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে নগরীর হাতেম আলী কলেজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আকাশ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামের এনায়েত হাওলাদারের ছেলে। আকাশ কালা মাসুদ নামে পরিচিত। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন বলেন, কালা মাসুদ বিভিন্ন সময়ে টাকার বিনিময়ে টার্গেট করা ব্যক্তিকে কুপিয়ে আহত ও হত্যার ঘটনা ঘটিয়েছে। নগরীর ভাড়াটে খুনি নামে পরিচিত তিনি। তাঁকে গ্রেপ্তার করতে গত এক মাস ধরে একাধিক অভিযান চালানো হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা ছাড়াও ডাকাতি, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। এছাড়াও কালা মাসুদের রয়েছে ছিনতাইকারী কয়েকটি চক্র।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সন্ত্রাসী কালা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে। তাছাড়া নতুন আরও চারটি মামলার আসামি এই কালা মাসুদ। আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত