
নেছারাবাদে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজের জনসভা থেকে ফেরার পথে সমর্থকদের মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। মোটরসাইকেলের যথাযথ কাগজপত্র না থাকা, নিয়মভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় তাঁদের জরিমানা করা হয়।
আইন ভঙ্গ করে মোটরসাইকেল চালানোয় নয়জন মোটরসাইকেল চালককে মোট ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করে ওই আদালত। আজ শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা পরিষদের গেটের সামনের সড়কে বসে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান আদালত পরিচালনা করেন।
আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মোটরসাইকেল এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মোটরসাইকেল চালকে জরিমানা করেন।
আদালতে সড়ক পরিবহন আইনে মোট নয়টি মোটরসাইকেল চালককে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান চারটি মামলায় ২ হাজার চার শত টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল পাঁচটি মামলায় ২ হাজার তিন শত টাকা জরিমানা করেন।
সড়ক পরিবহন আইনে তিনিসহ সহকারী কমিশনার (ভূমি) পৃথক পৃথকভাবে ওই আদালত পরিচালনা করেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে তাদের ওই জরিমানা করা হয়েছে কি না পূনরায় প্রশ্ন করে জানতে চাইলে, তিনি বলেন, ‘ওইসব কারণে নয়; সড়কপরিবহন আইনে ওই জরিমানা করা হয়েছে।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে