পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে তিন দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখা। বিভিন্ন সময় পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে আজ বুধবার দুপুরে ছদ্মবেশে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
সাজা পাওয়া তিন ব্যক্তি হলেন জেলার ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার রিয়াজ হোসেন (৪০) ও সদর উপজেলার ভাইজোড়া এলাকার মাকসুদুর রহমান (৪৬)। এ ছাড়া অভিযানে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক জহিরুল ইসলাম ও পরিচ্ছন্নতা কর্মী রাযেস লাল দাসকে আটক করা হয়। তাঁদের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক কাউসারুল হক।
দুদকের পিরোজপুর জেলা শাখার উপপরিচালক শেখ গোলাম মাওলা বলেন, বিভিন্ন সময় পাওয়া অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য দুদকের একটি ছদ্মবেশী দল পাসপোর্ট অফিসে অভিযান চালায়। তাঁদের কাছেও দালালেরা ঘুষ দাবি করে। পরে তারা অভিযান চালিয়ে ইলিয়াস, রিয়াজ ও মাকসুদুর নামের তিন দালালকে গ্রেপ্তার করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদক অভিযান চালিয়ে পাসপোর্ট অফিস থেকে তিনজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে ১০ দিন ও দুজনকে সাত দিন কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়।

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৬ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১৩ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৭ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৯ মিনিট আগে