
পটুয়াখালীতে চাঁদা না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় নিহত হোটেল ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ শুক্রবার সকালে দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি জাফর উল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন হাওলাদারসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তারা অভিযুক্ত বখাটে শাকিব গাজীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন। পরে মুরাদিয়া ইউনিয়নের জয়গুননেসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাহাঙ্গীর ফকিরের জানাজা হয়। এরপর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২ জুন সন্ধ্যায় পটুয়াখালী পৌর শহরের ফটিকের খেয়াঘাট এলাকার সিকদার রেস্ট হাউসের দ্বিতীয় তলায় গিয়ে ম্যানেজার জাহাঙ্গীর ফকিরের কাছে চাঁদা দাবি করেন স্থানীয় বখাটে শাকিব গাজী। কিন্তু ম্যানেজার জাহাঙ্গীর চাঁদা দিতে অস্বীকার করেন। তখন তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে শাকিব।
ম্যানেজার জাহাঙ্গীরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে শাকিব পালিয়ে যান। তখন অগ্নিদগ্ধ অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার রাতে জাহাঙ্গীর মারা যান।
এ ঘটনায় জাহাঙ্গীর ফকিরের ছোট ভাই জামাল ফকির গত ৬ জুন শাকিব গাজী ও শাহীন গাজী এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামি শাকিব গাজী ফটিকের খেয়াঘাট এলাকার বাসিন্দা শাহীন গাজীর ছেলে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তবে এর আগে ঘটনা জানার পর থেকেই পুলিশের একটি দল আসামিদের ধরার জন্য কাজ করছে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে