নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।
রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।
সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
বরিশালের বাকেরগঞ্জে মো. রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার নামে থানায় ধর্ষণ মামলা হয়েছে। তাঁর প্রতিবেশী (৩১) এক নারী গতকাল বুধবার রাতে মামলাটি দায়ের করেছেন।
রুহুল আমিন বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং শহরের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণ মামলায় অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেন, ছাত্রদল নেতা রুহুল প্রতিবেশী হওয়ায় তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। ২০২৩ সালে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালীন শহরে ভাড়া বাসায় তাঁরা স্বামী–স্ত্রীর মতো থাকতেন। বাদী রুহুলের পরিবারকে বিয়ের জন্য চাপ দিলে বিভিন্ন অজুহাতে তাঁরা টালবাহানা করেন।
সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টায় রুহুল বাদীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ১১ জুন থেকে চলতি বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন।
বাদী আরও অভিযোগ করেন, ১৪ জানুয়ারি রাতে রুহুল বাকেরগঞ্জ শহরে বাদীর মায়ের ভাড়া বাসায় রাত্রিযাপন করতে গেলে তিনি আবারও তাকে বিয়ের চাপ দেন। তখন রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তবে অভিযোগ অস্বীকার করে রুহুল আমিন বলেন, অভিযোগকারী নারীকে তিনি চেনেন। তিনি তাঁর প্রতিবেশী। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মাধবদী রেস্টহাউসের কেয়ারটেকার হাবিবুর রহমান শূন্য থেকে কোটিপতি বনে গেছেন। ভুয়া স্থায়ী ঠিকানা ও ভুয়া সনদে চাকরি নিয়ে দালালি আর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটিপতি হওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৬ মিনিট আগেকাগজে-কলমে মাদ্রাসায় শিক্ষার্থী আছে, কিন্তু বাস্তবে নেই। অধিকাংশ মাদ্রাসার কোনো স্থাপনা নেই। অভিযোগ রয়েছে নামসর্বস্ব এসব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণার পর থেকে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় দালালেরা মাদ্রাসাপ্রতি ১০ লাখ টাকা আদায় করছে।
৩৬ মিনিট আগেসারা দেশে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ২০টা মৎস্য অবতরণ কেন্দ্র বা ইউনিট রয়েছে। এর মধ্যে নানা জটিলতায় ৫টির কার্যক্রম বন্ধ রয়েছে। ৯টি চলছে টেনেটুনে। ভালোভাবে চলছে মাত্র ৬টি অবতরণ কেন্দ্র।
১ ঘণ্টা আগেবাঙালি মোটিফ, ভিন্ন ধরনের নকশা, ব্যতিক্রমী কাপড় আর সাশ্রয়ী দামে আজিজ সুপার মার্কেটের কাপড়ের ব্র্যান্ডগুলো হয়ে উঠেছিল বেশ পরিচিত। ঈদ, বৈশাখ, বর্ষা, বসন্ত উৎসবকেন্দ্রিক নির্দিষ্ট নকশা করা কাপড়ের খোঁজে এসব ব্র্যান্ডে ক্রেতাদের ভিড় দেখা যেত। কিন্তু এবার ঈদকেন্দ্রিক ক্রেতাদের সেই আগ্রহ খুব একটা নেই।
২ ঘণ্টা আগে